BOOKTOPIC — PRADOSH KUMAR BAGCHI— KUDHIRAM — NATUNPATA | 26 JANUARY 2026, 3rd YEAR

বইকথা — প্রদোষকুমার বাগচী — অগ্নি কিশোর ক্ষুদিরাম — নতুনপাতা — ২৬ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

BOOKTOPIC  PRADOSH KUMAR BAGCHI KUDHIRAM  NATUNPATA  26 JANUARY 2026 3rd YEAR

 

বইকথা 

নতুনপাতা 

অগ্নি কিশোর ক্ষুদিরাম

প্রদোষকুমার বাগচী  

 

২৬ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩
 

 

একবার বিদায় দে মা, ঘুরে আসি।' এ তো শুধু একটা গান নয়, একটা যুগের প্রতিধ্বনি - একটা অগ্নিঅগ্নি কিশোর ক্ষুদিরামস্ফুলিঙ্গ। ব্রিটিশ রাজশক্তির বিচারে যাঁর ফাঁসি হওয়ার  সাথে সাথেই এই অগ্নিস্ফুলিঙ্গ দাবানলের চেহারা নিয়ে সৃষ্টি করেছিল ব্যাপকতর চেহারার সশস্ত্র সাম্রাজ্যবাদবিরোধী আন্দোলন, তাঁর নাম ক্ষুদিরাম বসু। দেশের স্বাধীনতার জন্য তাঁর এই আত্মত্যাগ অগ্নিযুগের লড়াইয়ে সঞ্চার করেছিল দুর্বার গতি। দেশের স্বাধীনতা অর্জনের লক্ষ্যে জাতীয়তাবাদী সশস্ত্র আন্দোলনের বৈপ্লবিক ভূমিকা অনস্বীকার্য।  তবে তাঁদের সেই ভূমিকাকে নানান স্বার্থান্বেষী মহল প্রায়শই অস্বীকার করে থাকে; আর এদের মধ্যেই কেউ কেউ ক্ষুদিরামের আত্মবলিদানকে কিশোরসুলভ আবেগজাত ঘটনার পরিণতি হিসাবে চিহ্নিত করে থাকেন। কিন্তু, দেশের প্রতি গভীর আবেগ না থাকলে নির্ভয়ে আত্মবলিদান কি সম্ভব? সশস্ত্র আন্দোলনে বিশ্বাসী জাতীয়তাবাদী বিপ্লবী হিসেবে নিজেকে গড়ে তোলার প্রস্তুতি এবং দেশের প্রতি গভীর আবেগ - ক্ষুদিরামের চরিত্রের এইসব কিছু নিয়েই ইতিহাস-গবেষক ও বিশিষ্ট প্রাবন্ধিক জলধর মল্লিক এই বইটিকে নির্মাণ করেছেন; এ কেবল নিছক জীবনী নয়।

 

Agnikishor Khudiram, Jaladhar Mallik, Biography Of  Khudiram Bose, Indian Revolutionary, 

Freedom Movement In India, NBA books.

Comments :0

Login to leave a comment