Caste-based division must be prevented in diverse India

বৈচিত্রময় ভারতে জাত-ধর্মের বিভাজন রুখতে হবে, গান্ধীভবনে বললেন মিশ্র

কলকাতা

বেলেঘাটার গান্ধী ভবনে গান্ধী মূর্তিতে শ্রদ্ধা জানাচ্ছেন সূর্য মিশ্র।

সাম্প্রদায়িক শক্তির হাতে মহাত্মা গান্ধীর হত্যার ৭৮ তম বছরে তাকে শ্রদ্ধায় স্মরণ করে রাজ্যের সর্বত্র সাম্প্রদায়িক সম্প্রীতি ও সংহতি দিবস পালন করলেন বামপন্থী দল সমূহের নেতা কর্মীরা। প্রতি বছরের মতো এ'ঘছর ও বামফ্রন্টের পক্ষথেকে বেলেঘাটার গান্ধী ভবনে তাঁর মূর্তিতে শ্রদ্ধা জানানোর পাশাপাশি দেশের ঐক্য সম্প্রীতি রক্ষায় এবং ধর্মীয় বিভাজনের রাজনীতির বিরুদ্ধে মহাত্মা গান্ধীর কঠোর অবস্থানের  দিকগুলোকে তুলে ধরে ধরেছেন বামফ্রন্টের নেতৃবৃন্দ।                                    
  এদিন  বেলেঘাটায় গান্ধীজির মুর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানান  প্রবীণ সিপিআই( এম) নেতা সূর্য মিশ্র, রবীন দেব, সিপিআই( এম)'র কেন্দ্রীয় কমিটির সদস্য মহিলা নেত্রী কনিনীকা ঘোষ, কলকাতা জেলা বামফ্রন্টের আহ্বায়ক কল্লোল মজুমদার, সহ তরুণ ব্যানার্জি, সুখেন্দু পানিগ্রাহি, রুপা বাগচী, আর এস পি নেতা অশোক ঘোষ, দেবাশীষ মুখার্জি, ফরোয়ার্ড ব্লকের নেতা গৌতম রায়, দেবব্রত রায়, সিপিআই নেতা কল্যাণ ব্যানার্জি, আর সিপি আই'র নেতা প্রবীর অধিকারী, আশীষ চক্রবর্তী, দীপঙ্কর চক্রবর্তী সহ বামপন্থী দলের নেতৃবৃন্দ।                           
এদিন সংক্ষিপ্ত সভায় দেশের ধর্মনিরেপেক্ষতা, ঐক্য রক্ষায় গান্ধীজির ভুমিকা ও আর এস এস'র বিভাজনের রাজনীতির বিরুদ্ধে  সরব হয়ে সূর্য মিশ্র বলেছেন - গান্ধীজি এটা সবসময় উপলব্ধি করতেন বৈচিত্রের এদেশে জাত ধর্মের বিভাজনের রাজনীতিকে রুখতে হবে। এবিষয়ে তিনি সর্বদাই সদর্থক ভুমিকা নিয়ে চলেছেন। এমনকি দেশ ভাগের  তীব্র বিরোধিতাও তিনি করেছিলেন। কিন্তু ব্রিটিশ সাম্রাজ্যবাদের তাবেদারী করা সংঘ পরিবার তার এই ঐক্যের মনোভাবের ঘোর বিরোধিতা করে বারে বারে তাকে হত্যার চেষ্টা করেছিল এবং ১৯৪৮ সালের ৩০ জানুয়ারি তাকে খুন করা হয়েছিল। মিশ্র বলেন বর্তমানে সেই আর এস এস এবং তার সহযোগীরা আবারও  দেশব্যপী উগ্র সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি প্রকাশ্যে এনে দাপাদাপি শুরু করেছে। বর্তমানে দেশে যে ধর্মীয় বিভাজনের রাজনীতি, স্বৈরাচার, স্বেচ্ছাচার চলছে তা জরুরি অবস্থার সময়ের সেই কালো দিনগুলোকেও ছাপিয়ে গিয়েছে। এক নয়া ফ্যাসিবাদী ব্যবস্থা দেশজুড়ে বিস্তার লাভ করছে। দেশের সামনে এক শোচনীয় বিপদ এসে দাঁড়িয়েছে। এই অবস্থা থেকে দেশ, দেশের মানুষ, গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সংবিধানকে রক্ষার জন্য মানুষকে ব্যাপকভাবে ঐক্যব্দ্ধ করেই এই অশুভ শক্তির মোকাবিলা করতে হবে। মিশ্র এদিন তৃণমূল ও বিজেপি'র মিলিজুলি ষড়যন্ত্র ও প্রতিযোগিতামূলক বিভাজনের রাজনীতির মধ্যদিয়ৈ মানুষকে বিভ্রান্ত করার রাজনীতির বিষয়ে সতর্ক করে বলেছেন, অনেকেই ক্ষমতার জন্য এবং আর এস এসে'র তৈরি পরিকল্পনা অনুযায়ী মোদী সরকারের সঙ্গে প্রকাশ্যে বা আড়ালে হাত মিলিয়েছে এবং মেলাচ্ছেন। এরাজ্যের তৃণমূল দলটা তাদের অন্যতম। এরাজ্যে বিজপি, আর এস এস কে  তো মমতা ব্যানার্জিরাই ডেকে এনেছেন। তৃণমূলের আমলেই তো রাজ্যজুড়ে আর এস এস'র হাজার হাজার শাখা হয়েছে।  সূর্য মিশ্র আরও বলেন, সাম্রাজ্যবাদী শক্তি, পুঁজিপতিদের স্বার্থে যে কাজটা করে চলেছে কেন্দ্রের মোদী সরকার ঠিক এক ই কাজটা করছে তৃণমূল ও। মোদী যেমন সাম্রাজ্যবাদী শক্তির প্রধান মুখ ডোনল্ড ট্রাম্পের পদনত হয়ে থাকার নিদর্শন রাখছেন, ফোনে তাকে কাকুতি মিনতি করে এক মিনিট কথা বলতে পারি স্যার? বলছেন ঠিক মমতা ব্যানার্জিও তো আমেরিকার মতো দুনিয়ার পয়লা নম্বর শত্রু মার্কিন সাম্রাজ্যবাদের পদলেহনের নজির রেখেছেন, হিলারি কিল্টনের সঙ্গে মমতা ব্যানার্জির সাক্ষাৎ, রাইটার্স বিল্ডিং এ মিলিত হ ওয়ার বিষয়গুলো  আমাদের স্মরণে রাখতে হবে। তাই আর এস এসে'র অভিসন্ধি বাস্তবায়ন করা তৃণমূল বিজেপি এই দুই শক্তির বিরুদ্ধেই সমানতালে লড়াইয়ের আহ্বান জানিয়েছেন সূর্য মিশ্র। সভায় কল্লোল মজুমদার বলেছেন, ভারতবর্ষের বৈচিত্রময় ঐক্যের নিরিখে ধর্মনিরেপেক্ষ, গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার পক্ষেই ছিলেন গান্ধীজি। যদিও  দক্ষিণ পন্থার রাজনীতি নিয়ে বামপন্থীদের অনেক বিরোধ ও প্রশ্ন আছে। কিন্তু মানুষের ঐক্য সম্প্রীতি রক্ষায় মহাত্মা গান্ধীর অবদান ও ভুমিকাকে অস্বীকার করা যায়না। যারা গান্ধিজীকে হত্যার সঙ্গে জড়িত সেই আর এস এস দ্বারা এখন প্রকারন্তরে দেশ পরিচালিত হচ্ছে। সেদিনের সেই সাম্প্রদায়িক শক্তি বর্তমানে খোল্লাম খুল্লা তীব্র বিভাজনের রাজনীতি ছড়াচ্ছে। এই পরিস্থিতিতে দেশের মেহনতি, শুভ বুদ্ধি, গণতন্ত্র সচেতন মানুষকে এককাট্টা করেই এই শক্তিকে রুখতে হবে। সভায় এছাড়াও বক্তব্য রাখেন আর এস পি নেতা আশোক ঘোষ, ফরোয়ার্ড ব্লকের নেতা দেবব্রত রায়, সিপিআই নেতা গৌতম রায়, সভা পরিচালনা করেন কল্লোল মজুমদার। এদিন সারাভারত শান্তি ও সংহতি সংস্থা (এ আই পি এস ও)'র পক্ষথেকেও গান্ধিজীর মুর্তিতে ফুলমালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা জানান রবীন দেব, অঞ্জন বেরা,  অশোক গুহ, মহম্মদ নৌসাদ, কাকুলি মিত্র প্রমুখ। আওয়াজ সংগঠনের পক্ষথেকে শ্রদ্ধা জানান নুর আলম গাজী, মহম্মদ নৌসিদ, মহম্মদ শাকিল প্রমুখ।

Comments :0

Login to leave a comment