ইসিএল'র খোলামুখ খনি করে রানিগঞ্জবাসীদের উচ্ছেদ করার পরিকল্পনা বন্ধ করা সহ বন্ধ বার্নস কারখানার জমিতে দীর্ঘদিন ধরে বসবাসকারী বস্তিবাসীদের উচ্ছেদের হুমকি বন্ধ করা এবং পৌরবাজেটের ২৫ শতাংশ বস্তির উন্নয়নে বরাদ্দের দাবি তুলে আসানসোল করপোরেশনের বোরো-২ অফিসের সামনে বিক্ষোভ দেখালোপশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। বৃহস্পতিবার বিক্ষোভ চলাকালীন সাত সদস্যর প্রতিনিধিদল ১২ দফা দাবিপত্র তুলে দেয়।
এদিন বিক্ষোভ চলাকালীন বক্তব্য রাখেন বস্তি সংগঠনের জেলা সম্পাদক সঞ্জয় প্রামাণিক, সৌমিত্র সিনহা, আনন্দ বাউরি ও কাউন্সিলর নারান বাউরি। নেতৃবৃন্দ অভিযোগ করেন, বস্তিতে পরিকাঠামো ভেঙে পড়েছে। ইসিএল খোলামুখ খনি করে রানিগঞ্জ শহরকে ধ্বংস করতে চাইছে। রেল বার্নসের জমি অধিগ্রহণ করে বস্তি উচ্ছেদের নোটিশ দিচ্ছে। বিজেপি সরকারের বস্তি উচ্ছেদের চক্রান্তের বিষয়ে তৃণমূল সরকারের প্রশাসন নীরব। বস্তিবাসীদের জীবন সংগ্রামে বামপন্থীরাই পাশে থেকে লড়াই করছে। নেতৃত্বরা বলেন, পর্যাপ্ত পানীয় জলের সঙ্কট তীব্র হচ্ছে। করপোরেশন ও রাজ্য প্রশাসন উদাসীন। এদিন দাবি ওঠে, ময়লা ফেলার জন্য বস্তির মানুষের কাছে টাকা নেওয়া বন্ধ করতে হবে। বস্তি এলাকায় ড্রেন, রাস্তা, কলের ব্যবস্থা তৈরি করতে হবে। বস্তিতে থাকা গরিব মানুষের বাড়ি তৈরির ব্যবস্থা করা, প্রতিটি বস্তিতে আইসিডিএস কেন্দ্র নির্মাণ করা সহ বিধবা ভাতা ও বার্ধক্য ভাতা চালু করতে হবে।
Asansol Slum Dwellers
জঞ্জাল ফেলতে টাকা, খোলামুখ খনির বিপদ: আসানসোলে বিক্ষোভ বস্তিবাসীদের
বৃহস্পতিবার আসানসোল করপোরেশনের রানিগঞ্জ বোরো অফিসে বস্তিবাসীদের বিক্ষোভ। ছবি - মলয়কান্তি মণ্ডল
×
Comments :0