AIDWA CONFFERENCE

আজকের কাজ আজই করার শপথে শেষ মহিলা সম্মেলন

জাতীয়

সঞ্চারী চট্টোপাধ্যায়: হায়দরাবাদ
ইয়ে বেড়িয়া পিঘাল দে, বানাদে অস্ত্র তো... তু ক্রোধ কি মশাল হ্যায়... তু চল', বিদায়ী ভাষণে বেড়া ভেঙে এগিয়ে চলার মশাল বাহক হয়ে থাকার বার্তা দিয়েছেন মারিয়াম ধাওয়ালে। মেয়াদ শেষে বুধবার উত্তরসূরির হাতে দায়িত্ব দিয়ে তিনি নিয়ম অনুযায়ী সম্পাদকের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।
প্রায় দশ বছর কাজের অভিজ্ঞতা বর্ণনা করে তিনি বলেছেন, এই সময়টা শুধুই মহিলা সংগঠনের কথাই মাথায় ঘুরেছে। রাজ্যে রাজ্যে এত মহিলা কর্মী, প্রত্যেকে আমাকে অনুপ্রেরণা জুগিয়েছেন। এত বড় একটি সংগঠনের সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি পালন করব, এই স্বপ্ন কোনওদিন দেখিনি। তবু আমাকে ভরসা করে আপনারা এই দায়িত্ব দিয়েছিলেন, আমি চেষ্টা করেছি সেই দায়িত্ব পালনে। এখন দেশে বিপজ্জনক পরিস্থিতি, তা আমাদের মোকাবিলা করতেই হবে শক্ত হাতে। আমাদের নতুন নেতৃত্ব অত্যন্ত দক্ষ। তাঁরা নতুন দিশা তৈরি করবেন। আমরা প্রত্যেকে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করব।
সংগঠনের সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদিকা কনীনিকা ঘোষ তাঁর প্রথম ভাষণেই লড়াইয়ের জোরালো বার্তা দিয়ে বলেছেন, 'কোনও কাজ ফেলে রাখলে চলবে না। আজকের কাজ আজই করতে হবে।' আগামী ১২ ফেব্রুয়ারি শ্রমিক ধর্মঘটে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি সমস্ত শক্তি দিয়ে শামিল হবে বলেও জানিয়েছেন তিনি। দেশজুড়ে মহিলাদের লড়াই আন্দোলনের সুদীর্ঘ ইতিহাস তুলে ধরেছেন নব নির্বাচিত সাধারণ সম্পাদিকা। বলেছেন, 'সাহস, নিরলস পরিশ্রম, আত্মত্যাগ দিয়ে তৈরি এই সংগঠনের ঐতিহ্যকে দায়িত্বশীলতার সঙ্গে রক্ষা করব এবং আরও এগিয়ে নিয়ে যেতে চাই। আজকের রাজনৈতিক, আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক পরিবেশ পরিস্থিতির যা অবস্থা, তার বিরুদ্ধে গর্জে উঠতে হবে। রক্ষা করতে হবে সংবিধান। পুরুষতন্ত্র, গরিবি, দুর্নীতির বিরুদ্ধে সকলের জন্য শিক্ষা, সমকাজে সমমজুরির দাবিতে লড়াই চলবে এবং ন্যায় ছিনিয়ে নেব। ভারতের সৌভ্রাতৃত্বের ধারণা আমাদের অক্ষুণ্ণ রাখতে হবে। মনে রাখতে হবে সংঘর্ষই একমাত্র পথ।'
এদিন সম্মেলন শেষে ফের সর্বভারতীয় সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পিকে শ্রীমতী। তিনি বলেন, 'সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে আমাদের লড়াই চালিয়ে যেতেই হবে। সমানাধিকারের দাবিতে শেষতক লড়াই করতে হবে আমাদের। এখন আমাদের বিশ্রাম নেওয়ার সময় নয়। আমরা লড়াই করলে তবেই ভবিষ্যৎ প্রজন্ম সুরক্ষিত থাকবে।' সংগঠন শক্তিশালী করতে অক্লান্ত পরিশ্রমের জন্য তিনি প্রাক্তন সম্পাদিকাকে ধন্যবাদ জানান। নতুন কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন তাপসী প্রহরাজ।

Comments :0

Login to leave a comment