এবার দিল্লির প্রীত বিহারে একটি বহতলের অংশ ভেঙে পড়েছে। দমকল খবর পেয়ে এলাকায় পৌঁছায় দিল্লি জল বোর্ডের পুরনো দপ্তরের একটি তলার ফলস সিলিং ভেঙে পড়ল। দমকল এবং পুলিশ এখনও ভাঙা জিনিসপত্র সরাচ্ছে।
দু’মাস আগেই দিল্লিতে একটি বাড়ি ভেঙে চারজনের মৃত্যু হয়েছিল। জ্বালা নগরে সেই ঘটনায় মৃতদের মধ্যে ছিলেন এক মহিলা।
তবে জল বোর্ডের দপ্তরে দুর্ঘটনায় কোনও হতাহতের খবর নেই।
Building Collapse Delhi
বহুতলের একাংশ ভেঙে পড়ল দিল্লিতে
×
Comments :0