QUIZ — AMAL KAR — NATUNPATA — ANS : 22 JANUARY 2026, 3rd YEAR

বলতে পারো — অমল কর — নতুনপাতা — উত্তর : ২২ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩

নতুনপাতা/মুক্তধারা

QUIZ  AMAL KAR  NATUNPATA  ANS  22 JANUARY 2026 3rd YEAR

বলতে পারো 

নতুনপাতা 

অমল কর 

উত্তর : ২২ জানুয়ারি ২০২৬, বর্ষ ৩

 

জিজ্ঞাসা

১. সুভাষচন্দ্র বসু-র জন্মদিন কি নামে পালিত হয়? তাঁকে 'নেতাজি' উপাধি কারা দেন?
২. মাইকেল মধুসূদন দত্ত কেন বাংলা সাহিত্যে এত খ্যাত?

৩.  ফুটবলে আফ্রিকা মহাদেশের সেরা হল কোন্ দল?
৪. জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় ২০২৫ সালে কোন্  রাজ্য চ্যাম্পিয়ন হয়?

৫. রামায়ণে বর্ণিত বনবাসে কোন্  পর্বতে রাম ,সীতা  ও লক্ষ্মণ অবস্থান করেন?
৬. ভারতে কবে থেকে জিএসটি চালু হয়? সর্বশেষ সংশোধিত হয় কবে থেকে?

সমাধান 

১.  সুভাষচন্দ্র বসু-র জন্মদিন (জন্ম ২৩/০১/১৮৯৭)দেশনায়ক দিবস, পরাক্রম বা বীরত্ব দিবস এবং এবার ১৩০ তম জন্মদিন 'দেশপ্রেম দিবস' হিসাবে।১৯৪২ সালে ইন্ডিয়ান লিজন -এর সেনারা তাঁকে    ‌'নেতাজি' উপাধি দেন।
২. মাইকেল মধুসূদন দত্ত (জন্ম ২৫/০১/১৮২৪)ছিলেন বাংলা নবজাগরণের অন্যতম পথিকৃৎ।
তিনি অমিত্রাক্ষর ছন্দ (পদ্মাবতী ,
তিলোত্তমসম্ভব  ও মেঘনাদবধ কাব্য), চতুষ্পদী কবিতা (সনেট), বাংলা ভাষায় প্রথম নাটক(শর্মিষ্ঠা) রচয়িতা। তিনি  বাংলা ছাড়া ১২টি ভাষা জানতেন।

৩.  আফ্রিকান নেশনস্ ফুটবল কাপ (দ্বিতীয়বার) চ্যাম্পিয়ন (আফ্রিকার সেরা টুর্নামেন্ট) হল সেনেগাল,ফাইনালে পেপে গুয়ে-র গোলে ১-০ গোলে মরক্কোকে হারিয়ে।
৪. ২০২৫ সালে জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায়  ফাইনালে বাংলা ৩৭-৩৩ ব্যবধানে চণ্ডীগড়কে পরাস্ত করে চ্যাম্পিয়ন হয়।
৫. রামায়ণে বর্ণিত রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসে 'চিত্রকূট' পর্বতে অবস্থান করেন।
৬. জিএসটি ভারতে চালু হয় ০১/০৭/২০১৭ থেকে। সর্বশেষ সংশোধিত হয় ২২/০৯/২৫ থেকে।

Comments :0

Login to leave a comment