রাষ্ট্রীয় জনতা দল (RJD) সুপ্রিমো লালু প্রসাদ যাদব এবং তার পরিবারের সদস্যদের জন্য বড়সড় আইনি ধাক্কা। বহুল আলোচিত ‘জমির বিনিময়ে চাকরি’ মামলায় শুক্রবার লালু প্রসাদ যাদব, তার স্ত্রী রাবড়ি দেবী, দুই ছেলে তেজস্বী ও তেজ প্রতাপ এবং দুই মেয়ে মিসা ভারতী ও হেমা যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করলো দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত। এর ফলে এই দুর্নীতির মামলায় বিচার প্রক্রিয়া শুরুর হবে।
বিচারক বিশাল গগনে বলেন, লালু প্রসাদ যাদব কেন্দ্রীয় রেলমন্ত্রী থাকাকালীন (২০০৪-২০০৯) রেল মন্ত্রককে নিজের ব্যাক্তিগত সম্পত্তি হিসেবে ব্যবহার করেছিলেন। বিচারকের মতে লালু যাদব ও তাঁ পরিবার একটি অপরাধ চক্র হিসেবে কাজ করছিলেন। সরকারি চাকরিকে তারা জমি হাতিয়ে নেওয়ার মাধ্যম হিসেবে ব্যবহার করেছেন।
সিবিআই-এর চার্জশিটে স্পষ্ট বলা হয়েছে যে, লালু যাদবের ঘনিষ্ঠ সহযোগীরাও সারা দেশে রেলের চাকরির বিনিময়ে জমি হস্তান্তরের এই বৃহত্তর ষড়যন্ত্রে যুক্ত ছিলেন। আদালতে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে লালু পরিবার যে আবেদন করেছিল, তা খারিজ করে দিয়েছে আদালত।
সিবিআই-এর চার্জশিটে ১০৩ জনের নাম ছিল, যার মধ্যে ৫ জন মারা গিয়েছেন। বর্তমানে ৯৮ জন জীবিত অভিযুক্তের মধ্যে লালু ও তার পরিবারসহ ৪৬ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছে। প্রমাণের অভাবে ৫২ জন অভিযুক্তকে আদালত এই মামলা থেকে রেহাই দিয়েছে।
এই মামলার আগামী শুনানি ২৯ জানুয়ারি। সিবিআই-এর অভিযোগ অনুযায়ী, ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে লালু প্রসাদ যাদব যখন রেলমন্ত্রী ছিলেন, তখন নিয়ম বহির্ভূতভাবে গ্রুপ-ডি পদে অনেককে চাকরি দেওয়া হয়েছিল। এই চাকরির বিনিময়ে চাকরিপ্রার্থীদের কাছ থেকে বাজারমূল্যের চেয়ে অনেক কম দামে বা নগদ টাকার বিনিময়ে জমি লিখে নেওয়া হয়েছিল লালুর পরিবারের সদস্য বা তাদের মালিকানাধীন কোম্পানির নামে।
RJD
‘জমির বদলে চাকরি’: লালু তার পরিবারের বিরুদ্ধে চার্জ গঠন দিল্লির আদালতের
×
Comments :0