Prabartak Jute Mill

প্রবর্তক জুটমিল খুলতে হবে ৭ দিনের মধ্যে, হুঁশিয়ারি সিআইটিইউ’র

জেলা

শুক্রবার প্রবর্তক জুট মিলের সামনে শ্রমিকদের সভা সিআইটিইউ’র। বক্তব্য রাখছেন গার্গী চ্যাটার্জি।

বেলঘড়িয়া কামারহাটি প্রবর্তক জুটমিল খুলতে হবে। তৃণমূলের বিধায়ক বা সাংসদদের মুখে কোনও কথা নেই। চুপ বিরোধী দলনেতাও। রাস্তায় নেমে এই চটকল খোলার লড়াই করতে হবে শ্রমিকদেরই।
শুক্রবার পথে নেমে এই বার্তা দিল সিআইটিইউ। এদিন শ্রমিকদের সঙ্গে প্রতিবাদে পথে নামলেন সিআইটিইউ’র উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক গার্গী চ্যাটার্জি সহ নেতৃবৃন্দ।
গার্গী চ্যাটার্জি বলেছেন, কামারহাটির বিধায়ক মদন মিত্র আইপ্যাকের দপ্তরে ইডি তল্লাশি বলতে পারেন। এই চটকলের প্রায় এক হাজার শ্রমিক আজ পথে। তা নিয়ে মুখ খুললেন না বিধায়ক। আর সাংসদ সৌগত রায় শীত ঘুমিয়ে আছেন তোয়ালে টাকা মুড়ে।
সিআইটিইউ নেতৃবৃন্দ সরব হয়েছেন বিজেপি’র ভূমিকার বিরুদ্ধেও। নেতৃবৃন্দ বলেছেন যে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদী সিঙ্গুরে সভা করতে যাচ্ছেন। কিন্তু প্রবর্তক জুটমিল বন্ধ নিয়ে এ রাজ্যের বিজেপি’র কোনও হুঁশ নেই। 
গার্গী চ্যাটার্জি বলেছেন, সিঙ্গুরে শিল্প তাড়ানোর ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল একসঙ্গে ছিল। সিঙ্গুরে কারখানা আটকানোর কাজে বড় ভূমিকা ছিল আজকের বিজেপি নেতা, সেদিনের তৃণমূল নেতা, শুভেন্দু অধিকারী। সেই শুভেন্দু অধিকারীর মুখে আজ প্রবর্তক জুট মিল খোলার ক্ষেত্রে একটি শব্দ শোনা গেল না। 
সিআইটিইউ’র হুঁশিয়ারি, সাত দিনে মিল না খুললে অনশন, ধর্মঘট, রাস্তা অবরোধের মতো তীব্র আন্দোলন হবে।

Comments :0

Login to leave a comment