Indian Premier League

বৈভব আয়ুশদের ব্যাটিংয়েই প্রাণবন্ত হয়ে উঠছে আইপিএল

খেলা

Ayush-Mhatre-Scored-50-at-age-of-17-year-is-the-3rd-youngest-cricketer-to-score-an-half-century-in-IPL ছবি সৌজন্য - চেন্নাই সুপার কিংস অফিসিয়াল ফেসবুক পেজ

গত ম্যাচে গুজরাটের বিরুদ্ধে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে আইপিএলে শতরান করার রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। গতকালের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গেলেও প্রশংসিত হয়েছে চেন্নাইয়ের বছর ১৭ - র আয়ুশ মহাত্রের পারফরমেন্স। তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে করেছেন ৫০ রান। ৪৮ বলে ৯৪ করে একটুর জন্য শতরান হাতছাড়া হলেও চেন্নাইকে লড়াইয়ে রেখেছিলেন আয়ুশই। ২০০৮ এ ২১ বছর বয়সী সুরেশ রায়না মুম্বইয়ের বিরুদ্ধে করেছিলেন ৫০ । এবার তার রেকর্ড ভাঙলেন আয়ুশ মাত্র ১৭ বছরেই। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন ' আয়ুশের কাছে প্রতিভা রয়েছে , হাত ও চোখের মধ্যে দারুণ একটি সমন্বয় রয়েছে । এছাড়াও ব্যাটিংয়ে ওর আক্রমণাত্মক মনোভাবই ওকে মডার্ন টি টোয়েন্টিতে সাফল্য এনে দিয়েছে ' । সঙ্গে ফ্লেমিং এও জানিয়েছেন ' ওর ম্যাচ টেম্পর্মেন্টের প্রমাণ ও ট্রায়ালে দিয়েছিল এবং আজও দিল ' । এইটাই আমায় ওর প্রতি সবথেকে বেশি প্রভাবিত করেছিল। এই বৈভব , আয়ুশদের মতো তরুণ প্রতিভাদের জন্যই প্রাণবন্ত হয়ে উঠছে আইপিএল। তার সঙ্গে সুপ্রতিষ্ঠিত হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতও।

Comments :0

Login to leave a comment