গত ম্যাচে গুজরাটের বিরুদ্ধে সর্বকনিষ্ঠ প্লেয়ার হিসেবে আইপিএলে শতরান করার রেকর্ড গড়েছেন বৈভব সূর্যবংশী। গতকালের ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে গেলেও প্রশংসিত হয়েছে চেন্নাইয়ের বছর ১৭ - র আয়ুশ মহাত্রের পারফরমেন্স। তৃতীয় কনিষ্ঠ খেলোয়াড় হিসেবে করেছেন ৫০ রান। ৪৮ বলে ৯৪ করে একটুর জন্য শতরান হাতছাড়া হলেও চেন্নাইকে লড়াইয়ে রেখেছিলেন আয়ুশই। ২০০৮ এ ২১ বছর বয়সী সুরেশ রায়না মুম্বইয়ের বিরুদ্ধে করেছিলেন ৫০ । এবার তার রেকর্ড ভাঙলেন আয়ুশ মাত্র ১৭ বছরেই। চেন্নাইয়ের কোচ স্টিফেন ফ্লেমিং জানিয়েছেন ' আয়ুশের কাছে প্রতিভা রয়েছে , হাত ও চোখের মধ্যে দারুণ একটি সমন্বয় রয়েছে । এছাড়াও ব্যাটিংয়ে ওর আক্রমণাত্মক মনোভাবই ওকে মডার্ন টি টোয়েন্টিতে সাফল্য এনে দিয়েছে ' । সঙ্গে ফ্লেমিং এও জানিয়েছেন ' ওর ম্যাচ টেম্পর্মেন্টের প্রমাণ ও ট্রায়ালে দিয়েছিল এবং আজও দিল ' । এইটাই আমায় ওর প্রতি সবথেকে বেশি প্রভাবিত করেছিল। এই বৈভব , আয়ুশদের মতো তরুণ প্রতিভাদের জন্যই প্রাণবন্ত হয়ে উঠছে আইপিএল। তার সঙ্গে সুপ্রতিষ্ঠিত হচ্ছে ভারতীয় ক্রিকেটের ভবিষ্যতও।
Indian Premier League
বৈভব আয়ুশদের ব্যাটিংয়েই প্রাণবন্ত হয়ে উঠছে আইপিএল

×
Comments :0