তৃণমূলের মেয়াদে রাজ্য যে পুরো দুষ্কৃতীদের দখলে চলে যাচ্ছে তাহেরপুর থানার কালীনারায়ণপুর পঞ্চায়েতের চক কৃষ্ণপুরের ঘটনা আরও একবার তার সাক্ষী রইল।
শনিবার সিপিআই(এম) রানাঘাট এরিয়া কমিটির সদস্য ও কালীনারায়ণপুর পঞ্চায়েতের সদস্য উদ্ভব সেন পাড়া বৈঠকের খবর দিতে এলাকায় বেরিয়েছিলেন। হঠাৎ কিছু দুষ্কৃতী তাঁকে ঘিরে ধরে হুমকি দিতে থাকে। এদের নামে থানায় অভিযোগ কেন জানানো হয়েছিল কেন সে প্রশ্ন তুলে হুমকি দিতে থাকে।
উল্লেখ্য, তোলাবাজির অভিযোগে কিছুদিন আগে গ্রেপ্তার হয় সুব্রত দাস। এদিন সেই সুব্রত এবং তার দুই ভাই পঞ্চায়েতে সিপিআই(এম)’র এই সদস্যের ওপর বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়। স্থানীয় লোকজন ছুটে এসে বাধা দিলে দুষ্কৃতীরা পালিয়ে যায়। উল্লেখ্য, কিছুদিন আগে এলাকায় একটি চানাচুর কারখানায় তোলাবাজি করতে গেলে উদ্ভব সেন বাধা দিয়েছিলেন। তখনও তৃণমূল আশ্রিত ওই দুষ্কৃতীরা দলবল নিয়ে এসে তাঁকে আক্রমণ করেছিল। সিপিআই(এম)’র আন্দোলনের চাপে তাহেরপুর থানা ওই দুষ্কৃতীকে গ্রেপ্তার করতে বাধ্য হয়। কিন্তু দুর্বল চার্জশিট দেওয়ায় গত শুক্রবারই এই দুষ্কৃতী জামিন পেয়ে যায়।
শনিবার সিপিআই(এম) থানায় ফের অভিযোগ জানাতে গেলে উত্তপ্ত বাক্য বিনিময় হয়। তবে অভিযোগ জমা নেওয়া হয়। উপস্থিত ছিলেন এরিয়া সম্পাদক কমল ঘোষ, সদস্য সুভাষ রায়, সুবল দাস চৌধুরী ও স্থানীয় নেতৃবৃন্দ। পরে সিপিআই(এম) নেতৃবৃন্দের সামনে থানার বড়বাবু একরকম স্বীকারই করে নেন যে ভোটের আগে পরিস্থিতি ক্রমশ নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এলাকার সার্বিক আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে রবিবার বেলা তিনটেয় থানা ঘেরা ও বিক্ষোভের ডাক দিয়েছে সিপিআই(এম)।
Taherpur Attack
জামিনে ছুট তৃণমূল দুষ্কৃতীর আক্রমণ সিপিআই(এম) নেতাকে, তাহেরপুরে থানা ঘেরাওয়ের ডাক
×
Comments :0