Kidney Transplantation

দু'টি কিডনিই নষ্ট মেয়ের, নিজের কিডনি দিয়ে নতুন জীবন দেবেন মা

জেলা

হাতে চিকিৎসার কাগজ আজমিরার। সঙ্গে মা জাহিরা বিবি।

পান্ডুয়ার খিরখুন্ডি মাঝেরপাড়া গ্রামে বাড়ি জাহির হোসেন সেখের। মেয়ে আজমিরা খাতুন বছর পাঁচেক ধরে কিডনির অসুখে ভুগছে। 
চিকিৎসকরা জানিয়েছেন মেয়ের দু’টি কিডনি খারাপ হয়ে গিয়েছে। কিডনি প্রতিস্থাপন করলে একমাত্র তার জীবন বাঁচতে পারে। জাকির হোসেন শেখ দিনমজুর। চিকিৎসার খরচ সামলাতে নাজেহাল অবস্থা তাঁর। এর মধ্যে কোথায় কিডনি পাবেন, কে দেবে- এই চিন্তাই দিনরাত মাথায় ঘুরছিল। আপাতত একটি কিডনি হলেই প্রাণে বাঁচতে পারে আজমিরা। এগিয়ে এসেছেন মা জাহিরা বিবি। জানিয়ে দিয়েছেন, মেয়েকে বাঁচাতে নিজের একটা কিডনি দিয়ে দেবেন। যে সন্তানকে জন্ম দেওয়ার পর কোলে পিঠে মানুষ করেছেন সেই আত্মজাকে নতুন জীবন দিতে চান তিনি। 
আজমিরা বলেছে যে প্রায় ১৮ মাস ধরে ডায়ালিসিস চলছে। হাঁটাচলা করতে পারতাম না। একবার বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। সেখানে অস্ত্রোপচার করে কিডনি থেকে পুঁজ বের করেন ডাক্তার। এখানেও কয়েক লক্ষ টাকা খরচ হয়েছে। আমরা প্রায় নিঃস্ব হয়ে গেছি।
কলকাতার এসএসকেএম হাসপাতালে এখন চলছে আজমিরার চিকিৎসা। মা মেয়ের সব পরীক্ষা হয়ে গেছে। সেখানের চিকিৎসকরা জানিয়েছেন পুজোর পর ভর্তি হতে হবে।
কিডনি প্রতিস্থাপনের পরও আসতে পারে নানা জটিলতা। অনেক ওষুধ লাগবে মা ও মেয়ে দু’জনেরই। সেই টাকা আসবে কোথা থেকে তা নিয়ে দুশ্চিন্তা আছে।
জাকির হোসেন বলেন, নিজের বসতবাড়িটা বিক্রি করে দেবার কথা একবার ভেবেছিলাম। বিক্রি করলে হয়তো লাখ পাঁচের টাকা হবে। কিন্তু তারপর পথে বসতে হবে। পাড়া-প্রতিবেশী আত্মীয়-স্বজন গ্রামের মানুষের কাছে আবেদন জানিয়েছি।
জাহিরা বিবি বলেন, চোখের সামনে মেয়েকে মরতে দিতে পারি না। তাই আমার একটা কিডনি দিয়ে দেব মেয়েকে। তাতে যদি মেয়ে নতুন জীবন পায় সেটাই ভালো।

Comments :0

Login to leave a comment