IPL

প্রকাশ করা হল আইপিএলের সূচি

খেলা

২০২৬ মরশুমে ২৬ মার্চ থেকে ৩১শে মে-র মধ্যে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ অর্থাৎ আইপিএল। তবে আইপিএলের উদ্বোধনী ম্যাচ কোথায় হবে তা স্পষ্ট করে জানা যায়নি। ব্যাঙ্গালুরুতে হবে কি না, তা পরিষ্কারভাবে কিছু বলা হয়নি। মঙ্গলবার দুপুরের সংযুক্ত আরব আমীরশাহীতে আইপিএলের নিলাম অনুষ্ঠিত হয়েছে।

নিয়ম অনুসারে ব্যাঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে আইপিএলের উদ্বোধনী ম্যাচটি হওয়ার কথা কিন্তু চলতি বছরে আরবিসি-র জয় উদযাপনের সময় পদপৃষ্ট হয়ে ১১ জন অনুগামীর মৃত্যু হয়। ফলে উদ্বোধনী ম্যাচটি কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। কেকেআর বিশাল অঙ্কের অর্থ নিয়েই এই নিলামে নেমেছে। জানা যাচ্ছে , কেকেআর ক্যামেরন গ্রীন-কে ২৫ কোটি টাকায় এবং মাদিসা পাথিরানা-কে ১৮ কোটি টাকার বিনিময়ে সই করেছে।

 

Comments :0

Login to leave a comment