ভারত সফরের তৃতীয় দিনে দিল্লি পৌঁছেছেন লিওনেল মেসি। সোমবারই তাঁর এই পর্বের ভারত সফরের শেষ দিন।
এদিন সেলিব্রিটি মেসি অল স্টারস বনাম মিনার্ভা মেসি অল স্টারস-র খেলা শুরু হয়েছে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে। মেসি সেখানেই পৌঁছাচ্ছেন।
মেসির চার শহরে সফরের সূচি এবার শুরু হয়েছিল কলকাতা থেকে। কিন্তু কলকাতায় যুবভারতী স্টেডিয়ামে চরম বিশৃঙ্খলা ঘিরে নেতিবাচক বার্তা পৌঁছায় দেশে এবং বিশ্বে।
হায়দরাবাদ এবং মুম্বাইয়ে গিয়েছেন তিনি। সোমবার দিল্লিতে মেসি পৌঁছেন ভয়াবহ বায়ুদূষণের মধ্যেই। একগুচ্ছ নিষেধাজ্ঞার মধ্যে চলতে হচ্ছে দিল্লিবাসীকে। দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গেও সাক্ষাতের সূচি রয়েছে তাঁর।
Messi Delhi
ভারত সফরের শেষ দিনে মেসি দিল্লিতে
মুম্বাইয়ে মেসির সঙ্গে শচীন তেন্ডুলকর। মুম্বাই থেকে দিল্লি পৌঁছেছেন মেসি।
×
Comments :0