Protest

যুবভারতীতে বিশৃঙ্খলার প্রতিবাদ ক্রীড়াপ্রেমীদের

রাজ্য খেলা কলকাতা

যুবভারতী ক্রীড়াঙ্গনে বিশ্ব ফুটবলের তারকা লিওনেল মেসির অনুষ্ঠানে চরম অব্যবস্থা ঘিরে প্রতিবাদ জানালেন ক্রীড়াপ্রেমীরা। 
সোমবার ক্রীড়াপ্রেমীরা কলকাতা ময়দানের গোষ্ঠ পাল মূর্তির সামনে জমায়েত করে এই ঘটনার প্রতিবাদ জানান। টিকিটের মূল্য টাকা ফিরিয়ে দেওয়া ও রাজ্যের ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস ও দমকল মন্ত্রী সুজিত বসুর পদত্যাগ দাবি করেন। 
সোমবার দুপুর ৪টের সময় প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান ক্রীড়াপ্রেমীরা। এই বিক্ষোভে ছিলেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী থেকে বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আইনজীবী থেকে চিকিৎসক, সবাই এই বিক্ষোভে শামিল হন।   
নাট্যকার সৌরভ পালোধি বলেন, ‘‘আমাদের প্রশাসন এবং সরকারের অব্যবস্থার জন্য বাংলার মানুষ বঞ্চিত হলেন মেসিকে দেখার সুযোগ থেকে।  শুধুমাত্র শতদ্রু দত্তকে গ্রেপ্তার করে হবে না। মেসি মুম্বাই, হায়দরাবাদেও মেসি গিয়েছেন। সেখানে রাহুল গান্ধী ছিলেন। কিন্তু তিনি মেসির সঙ্গে ছবি তুলতে যাননি। যুবভারতীতে শিশুদের এগিয়ে দেওয়ার কথা ছিল, বিভিন্ন ক্লাবের ফুটবলারদের মেসির সঙ্গে খেলার কথা ছিল। তার বদলে মন্ত্রীদের পরিবারের লোকজন, তারকারা গিয়ে জায়গা দখল করে ফেলল। আর যারা টাকা খরচ করে টিকিট কেটেছেন সেই লোকগুলো বঞ্চিত হলেন।’’ 
এদিন দাবি ওঠে মানুষের থেকে যে টাকা লুট করা হয়েছে, সেই টাকা অবিলম্বে ফেরাতে হবে। ফেরাতে হবে টিকিটের দাম। এছাড়াও যুবভারতী ক্রীড়াঙ্গনের যে ক্ষতি হয়েছে, অবিলম্বে তা সংস্কার করতে হবে।
দাবি ওঠে যে ফুটবলকেও কর্পোরেটরা গিলে খাচ্ছে। ছোট ছোট ক্লাব ও দলগুলি বর্তমানে সংকটের মুখে। পশ্চিমবঙ্গের ফুটবল সংস্কৃতিকে রক্ষা করতে হবে।

Comments :0

Login to leave a comment