Kolkata Corporation

জন্ম-মৃত্যু শংসাপত্রের নথি দিল, কলকাতা কর্পোরেশন

কলকাতা

ভোটার তালিকা বিশেষ সংশোধন(এসআইআর)-র আবহে কলকাতা পৌরসভা জন্মমৃত্যু শংসাপত্র দেওয়ার কাজ করেছে। এসআইআর-র শুরু থেকেই শংসাপত্র গ্রহণের জন্য বহু মানুষ ভিড় জমাচ্ছিলেন কলকাতা পৌরসভায়, এখনো একই অবস্থা অব্যাহত রয়েছে। বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে এক প্রশ্নে বরো ভিত্তিক জন্ম এবং মৃত্যু শংসাপত্র দেওয়ার পরিসংখ্যান জানান  কলকাতা কর্পোরেশনের ডেপুটি মেয়র তথা স্বাস্থ্যদপ্তরের দায়িত্ব মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ।  পাশাপাশি এই বিষয়ে কর্পোরেশনের অবস্থান ব্যাখ্যা করেন তিনি ।  

এদিন অতীন ঘোষ জানান, কলকাতা পৌরসভার বরো ১ জন্ম শংসাপত্র ১৯৭টি  এবং মৃত্যু শংসাপত্র  ৩৫ টি  দেওয়া হয়েছে।  একইভাবে বরো ২ তে ৬৪ টি জন্ম শংসাপত্র  এবং ২৬ টি  মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে । বরো ৩  এ ৯৪৬ টি  জন্ম শংসাপত্র এবং ৩১৪ টি  মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে । বরো ৪-এ  ২৭ টি  জন্ম শংসাপত্র  এবং ২২ টি মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে । বরো ৫  ৫৬৫টি  জন্ম শংসাপত্র  এবং ২৪০ টি  মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে । বরো ৬ জন্ম শংসাপত্র ৩৯৭ টি  এবং ৯১টি  মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে । বরো ৭  জন্ম শংসাপত্র ১৩০১ টি এবং ২৩১ টি মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে । বরো ৮ জন্ম শংসাপত্র ৯৪৪ টি এবং ১২১ টি মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে ।  বরো ৯ জন্ম শংসাপত্র ৬৩৫টি  এবং ২২৩ টি মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে । বরো ১০ জন্ম শংসাপত্র ৬৩৮ টি এবং ১৫৪ টি মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে । বরো ১১ জন্ম শংসাপত্র ২৫ টি  এবং  ১৬ টি মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে। বরো ১২ জন্ম শংসাপত্র  ৯৮৩ টি এবং  ৫৭৯ টি মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে। বরো ১৩ জন্ম শংসাপত্র ২৩১ টি  এবং ৫১ টি মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে। বরো ১৪ জন্ম শংসাপত্র ২০ টি  এবং ২৭ টি মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে । বরো ১৫ জন্ম শংসাপত্র  ৫১৬ টি এবং  ২৮৪ টি  মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে। বরো ১৬ জন্ম শংসাপত্র  ৮০৪ টি  এবং ৯১ টি মৃত্যু শংসাপত্র দেওয়া হয়েছে সহ কলকাতার প্রধান কার্যালয় থেকে  জন্মের ১৩২৬ টি এবং মৃত্যর ৭০১টি শংসাপত্র  দেওয়া হয়েছে। 
পাশাপাশি, কলকাতার বিভিন্ন শ্মশান ও কবরস্থান থেকে দেওয়া মৃত্যু শংসাপত্রের পরিসংখ্যানও উল্লেখ করেন তিনি।  
 

Comments :0

Login to leave a comment