বাংলাদেশে হিংস্র মৌলবাদী তাণ্ডব যেমন চলছে তেমনি প্রতিবাদও হচ্ছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টি ময়মনসিংহে শ্রমিক দীপু দাসকে হত্যার তীব্র নিন্দা করেছে। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি বলেছে যে এই হত্যাকাণ্ড প্রমাণ করে দেশে আইনের শাসন ও সরকারের কোনও অস্তিত্ব নেই। এই শ্রমিকের তিন বছরের কন্যা ও পরিবারের দায়িত্ব নেওয়ার দাবি জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি নেতৃবৃন্দ।
বাংলাদেশের ইনকিলাবি মঞ্চের নেতা শরিফ ওসমান হাদিকে গুলি এবং পরে তাঁর মৃত্যু হয়। বাংলাদেশের কমিউনিস্ট পার্টি এই হত্যাকাণ্ডেরও তীব্র প্রতিবাদ জানায়। সিপিবির সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন গত ১৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেন ‘‘এই নৃশংস হত্যাকাণ্ডের ঘাতক, পরিকল্পনাকারী, পৃষ্ঠপোষকসহ সকল দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনতে হবে। শরিফ হাদির হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করতে হবে।’’
কিন্তু হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে তীব্র অশান্তি ছড়ায়। মৌলবাদী ধর্মীয় সাম্প্রদায়িক শক্তির তৎপরতা স্পষ্ট ধরা পড়ে। জুলাই অভ্যুত্থানে অংশ নেওয়া বিভিন্ন গণতান্ত্রিক প্রগতিশীল শক্তি মৌলবাদী সাম্প্রদায়িক তৎপরতার বিপক্ষে অবস্থানও নিয়েছে এই অস্থির সময়ে। হামলা চলে পত্রিকার দপ্তরে। সাংস্কৃতিক সংগঠন ছায়ানট এবং উদীচী-র ওপর হামলা হয়। হিংসা-হুমকি সত্ত্বেও ধিক্কারও জানায় বিভিন্ন অংশ।
অস্থিরতার মধ্যেই ময়মনসিংহের ভালুকায় বস্ত্র শ্রমিক দীপু দাসকে পিটিয়ে হত্যা করে উন্মত্ত ভিড়। বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বলেছে যে এই হত্যা কাণ্ডের দায় দেশের অন্তর্বর্তী সরকার এড়িয়ে যেতে পারে না। হত্যাকাণ্ডের বিচারেরও দাবি জানানো হয়েছে।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির ফেসবুক পেজে বলা হয়েছে যে ‘নব্য ফ্যাসিবাদীদের আক্রমণ ছাইভস্ম হয়ে গিয়েছে উদীচী শিল্পগোষ্ঠীর ৫৫ বছরের ঐতিহ্য আর্কাইভ, কয়েক হাজার বইয়ের লাইব্রেরি‘। উদীচীর কেন্দ্রীয় কার্যালয়ে যান বাংলাদেশের কমিউনিস্ট পার্টির নেতৃবৃন্দ। এদিকে রবিবার উদীচী শিল্পগোষ্ঠী জানিয়েছে জনতার থেকে অর্থসংগ্রহ করে পুড়িয়ে দেওয়া অংশের সংস্কার করা হবে।
উল্লেখ্য, সীমান্তের এপারে পশ্চিমবঙ্গেও এই উন্মত্ততার বিরুদ্ধে প্রতিবাদে রাস্তায় নেমেছে বামপন্থীরা। সিপিআই(এম) এবং বামপন্থী বিভিন্ন প্রগতিশীল শক্তির আহ্বানে পথে নেমে জানানো হচ্ছে প্রতিবাদ।
Bangladesh
উন্মত্ততার প্রতিবাদে সরব রয়েছেন বাংলাদেশের প্রগতিশীলরা
এভাবেই হয়েছে প্রতিবাদ। ছবি বাংলাদেশের গণমাধ্যম থেকে।
×
Comments :0