MINAKHSHI MUKHERJEE AIDWA

নারীর অধিকার রক্ষায় বুথে বুথে লড়াইয়ের আহ্বান মীনাক্ষীর

রাজ্য কলকাতা

রবিবার ধর্মতলায় বিশাল মহিলা সমাবেশ।

তৃণমূলের গুন্ডারাজকে খতম করতে হবে। নারীর অধিকার রক্ষা করতে হলে বুথে বুথে গুন্ডারাজকে উপড়ে ফেলতে হবে। 
রবিবার ধর্মতলায় সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য ৩০ তম সম্মেলনকে কেন্দ্র করে আয়োজিত সমাবেশে এই আহ্বান জানিয়েছেন সংগঠনের অন্যতম নেত্রী সদস্য মীনাক্ষী মুখার্জি।
মীনাক্ষী বলেন, কিছুদিন আগে এই রাজ্যের মুখ্যমন্ত্রী উন্নয়নের পাঁচালি বার করেছিলেন। নির্লজ্জ বেহায়া পার্টি বলেই উন্নয়নের পাঁচালি বার করেছে। এই রাজ্যে তৃণমূল কংগ্রেসের নেতৃত্বে যে ধর্ষণ হয়েছে তার পাঁচালি আমরা বার করব। এই সরকার গোটা রাজ্যে এদের প্রশাসনের মদতে মেয়েদের উপর যে অত্যাচার আর নির্যাতন করছে তার পাঁচালী হবে। শাস্তি তো দূরের কথা, সরকার পিঠ চাপড়ে বলেছে যা খুশি কর আমরা তোদের পাশে আছি। 
তিনি বলেন, ধর্ষকদের মদতের বার্তা দিতেই মুখ্যমন্ত্রী বলেন ‘ছোট ঘটনা’, ‘সাজানো ঘটনা’। এদের এমপি বলল ‘ঘরে ছেলে ঢুকিয়ে রেপ করিয়ে দেব‘। মুখ্যমন্ত্রী বলছেন, ‘প্রেমের সম্পর্ক, ক্লায়েন্টের সাথে সমস্যা’। এসব কথা কী বার্তা দিলো এরাজ্যের খুনি, রেপিস্টদের? মুখ্যমন্ত্রী বললেন, রাতে বেরতে হবে না। এদের প্রিন্সিপাল বলল কি দরকার ছিলো এত রাতে সেমিনার হলে থাকার। আর মুখ্যমন্ত্রী দু'কদম এগিয়ে গিয়ে বললেন মেয়েদের নাইট শিফট বন্ধ করে দিচ্ছি।
মীনাক্ষী মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বলেন, আপনাকে মেয়েদের নাইট ডিউটি বন্ধ করতে হবে না। আপনাকে ডিউটি থেকে বরখাস্ত করবেন এরাজ্যের মহিলারা। এই রাজ্যের গর্বের উপর আঘাত করেছে, এই রাজ্যের মহিলাদের সম্মানের উপরে যারা আঘাত দিয়েছে, তাদের বিরুদ্ধে বুথে বুথে লড়াই হবে। 
মীনাক্ষী বলেন, গোটা রাজ্যে মহিলা সুরক্ষার নামে এরা মহিলাদের দাম ঠিক করবে। রেপ হলে কত বয়স হলে কত ক্ষতিপূরণ হবে তার হিসাব করবে। 
সমবেত মহিলাদের তিনি বলেন, বিজেপি’র নিচের তলার কর্মীদের জিজ্ঞেস করুন, তৃণমূলকে শায়েস্তা করতে গিয়েছিলে। তার কি করলে। আরজি করে নিহতের বাবা-মা তোমাদের কাছে বলেছিলো স্বরাষ্ট্রমন্ত্রী সঙ্গে দেখা করবে। অমিত শাহ সেই সময় গোটা রাজ্য ঘুরে মিটিং করলেন। একটিবার নির্যাতিতা নিহত সেই চিকিৎসকের বাবা-মায়ের সঙ্গে দেখা করলেন না। তিনি বলেন, তৃণমূলের এতগুলো সাংসদকে মানুষ পার্লামেন্টে পাঠিয়েছেন। কিন্তু একটা কেউ আরজি করের বিচারের কথা একবারও সংসদে বললেন না। 
মীনাক্ষী বলেন, দেশের সরকার জনগণের বিরুদ্ধে একটার পর একটা বিল আনছে, আর তৃণমূলের সাংসদরা তাদের সাহায্য করছে। বিচার পেতে হলে এই সরকারটাকে রাজ্য থেকে উপড়ে ফেলতে হবে। আমাদের হকের টাকা কে লুট করছে, এই টাকা কার কাছে যাচ্ছে, যারা লুট করছে তাদের হিম্মত কেন হচ্ছে? তাহলে কি আমরা ধরে নিতে পারি আমাদের হকের টাকা সরকার লুট করছে? একটা লুটতন্ত্র চলছে, আমাদের লড়াই এর বিরুদ্ধে। নারীর অধিকার রক্ষা করতে হলে বুথে বুথে গুন্ডারাজ উপড়ে ফেলতে হবে। আমাদের স্লোগান একটাই, গুন্ডারাজ খতম করো।

Comments :0

Login to leave a comment