মোহনবাগান কোচের পদ থেকে বিদায় নিলেন হোসে মোলিনা। তার জায়গায় ওই পদে এলেন সার্জিও লোবেরা।
বুধবার বাগান ম্যানেজমেন্ট এর পক্ষ থেকে জানানো হয়েছে, দুই পক্ষের আলোচনার পর কোচের পদ থেকে মোলিনা ইস্তফা দিয়েছে। সুপার কাপে বিদায়ের পর থেকেই মোলিনার ওপর চাপ বাড়ছিল।
আই এস এল নিয়ে অনিশ্চয়তার কারণে ঝুলেছিল মোলিনাকে নিয়ে সিদ্ধান্ত। যদি আই এস এল কবে হবে তা নিয়ে সংশয়ে রয়েছে। এখনও কোন বিড জমা পড়েনি।
বাগানের অনুশীলনও বন্ধ আছে।
বাগান সূত্রে খবর এই অবস্থায় ম্যানেজমেন্টের প্রথম পছন্দ সার্জিও লোবেরা। যিনি ওড়িশা, গোয়া এবং মুম্বাইয়ের কোচিং করিয়েছেন। আইএসএলে সাফল্যও আছে তার। এছাড়াও ম্যানেজমেন্টের অন্যতম পছন্দের তালিকায় আছেন প্রাক্তন বেঙ্গালুরু এফসি কোচ এবং বার্সেলোনার হয়ে কাজ করা আলবার্তো রোকা।
বর্তমানে রোকা ফিলিপিন জাতীয় দলের সহকারী কোচ।
সব জল্পনার অবসান ঘটিয়ে দায়িত্ব নিলেন লোবেরা। আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হবে বাগানের নতুন কোচের তত্ত্বাবধানে অনুশীলন।
আইএফএ শিল্ড জিতলেও সুপার কাপ থেকে এবারও বিদায় নিতে হয়েছে মোহনবাগানকে। গ্রুপ লিগ থেকেই বিদায় নিতে হয়েছে তাদের। ইস্টবেঙ্গলের সাথে ড্র করলেও গোল পার্থক্য বেশি থাকায় সেমি ফাইনালে উঠেছে লাল হলুদ। তারপরই যত সমস্যা।
সাংবাদিক সম্মেলনে এসে মোলিনা স্পষ্ট জানান তিনি যেই খেলোয়ার চেয়েছিলেন ম্যানেজমেন্ট তাদের সই করায়নি। তার কথায় তিনি কোচ হলেও দল গঠনের ক্ষেত্রে তার কোন প্রভাব খাটে না। দল গঠন করে মোহনবাগান সুপার জায়েন্ট ম্যানেজমেন্ট। কোচের এই মন্তব্যের পর ম্যানেজমেন্ট এবং কোচের সম্পর্ক নিয়ে স্বাভাবিক ভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে। সমর্থকদের মধ্যেও যথেষ্ট ক্ষোভ তৈরি হয়েছে কোচকে নিয়ে।
ডেম্পোর মতো বিদেশীহীন দলকে সুপার কাপে হারাতে পারেনি মোহনবাগান। সেই ম্যাচ ড্র হয় তারপরেই কোচের স্ট্র্যাটেজি নিয়ে ওঠে প্রশ্ন। ডার্বি ম্যাচেও মোহনবাগান সেইভাবে জ্বলে উঠতে পারেনি।
দেড় বছরে তিনটি ট্রফি দিলেও বার বার মলিনাকে নিয়ে উঠেছে প্রশ্ন। গত বছর ডুরান্ড কাপ থেকে বিদায়, তারপর আইএসএল'এ প্রথম দিকে কয়েকটি ম্যাচে ধাক্কা খায় মোহনবাগান। সেই সময়ও গো ব্যাক মোলিনা স্লোগান উঠেছিল।
এবছরও ডুরান্ড কাপ ম্যাচে ওঠে গো ব্যাক মোলিনা স্লোগান।
এসিএল ২ খেলার সুযোগ পেয়েও পরপর দুবার ইরানে না গিয়ে টুর্নামেন্ট থেকে বহিষ্কৃত হয়েছে বাগান। স্বাভাবিক ভাবে সমর্থকদের ক্ষোভ রয়েছে ম্যানেজমেন্ট এর ওপর। তারপর সুপার কাপে ধাক্কা এই দুই মিলিয়ে বাগানের মধ্যে ফের গুমোট পরিস্থিতি তৈরি করেছে।
অতীতে দেখা গিয়েছে জোয়ান ফেরান্দ মোহনবাগানকে আইএসএল এবং ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন করেন। তারপর ২০২৩-২৩ মৌসুমে আইএসএলে ধাক্কা খায় ফেরানন্দর বাগান। সেই সময় ফেরান্দকে সরিয়ে হাবাসকে কোচ করেছিল মোহনবাগান। হাবাস মোহনবাগানকে সেবার আইএসএল শিল্ড চ্যাম্পিয়ন করেছিল। কিন্তু শারীরিক কারণে ২০২৪-২৫ মরশুমে হাবাসকে কোচ হিসেবে সই না করিয়ে মোলিনাকে সই করায় বাগান ম্যানেজমেন্ট।
Comments :0