India vs Pakistan

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ: পাকিস্তানের বিপক্ষে ২৪০ রান ভারতের

খেলা

অ্যারন জর্জ করেছেন ৮৫(৮৮)।

অনূর্ধ্ব-১৯ একদিনের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে ২৪০ রানে ইনিংস শেষ করল ভারত। ৪৬.১ ওভারে অল আউট হয়ে গিয়েছে আয়ুষ মাহত্রের নেতৃত্বাধীন দল। 
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে দুই দল মুখোমুখি হয়েছে দুবাইয়ে। শুরুতেই বৈভব সূর্যবংশী ৫ রান করে আউট হয়ে যান। এরপর মাহত্রে দলক টানেন। তিনি ২৫ বলে ৩৮ রান করে আউট হন। ভারতীয় দলকে দুশোর ওপারে নিয়ে যেতে বিশেষ ভূমিকা নেন অ্যারন জর্জ। ৮৮ বলে ৮৫ রানের দামি ইনিংস খেলেন তিনি।
বৃষ্টির জন্য বেশ কিছুটা সময় নষ্ট হওয়ায় ৪৯ ওভারের ম্যাচ হবে। পাকিস্তান ব্যাট করতে নেমেছে। ২ ওভারে ৪ রান তুলেছে।

Comments :0

Login to leave a comment