KMC

কলকাতায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ১২ নাগরিকের মৃত্যুর দায় এড়ালো কর্পোরেশন

রাজ্য কলকাতা

অতিবর্ষণে ২৩ সেপ্টেম্বর কলকাতা ভেসেছিল। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ১২ নাগরিকের। কিন্তু তার দায় নিতে অস্বীকার করছে কর্পোরেশন। বৃহস্পতিবার কলকাতা কর্পোরেশনের মাসিক অধিবেশনে তা নিয়ে প্রশ্ন তোলা হয়। বিদ্যুৎ বিভাগের মেয়র পারিষদ সন্দীপ বক্সি বলেছেন যে এই বিভাগের সঙ্গে কোনও প্রত্যক্ষ যোগাযোগ নেই ওই ঘটনার। ভবিষ্যতে এমন ঘটনা যাতে না ঘটে তার ব্যবস্থা করবে কর্পোরেশন। 
রাস্তার বাতিস্তম্ভে রক্ষণাবেক্ষণের অভাব ধরা পড়েছিল একের পর এক জায়গায়। তার দায় কলকাতা কর্পোরেশনের। বামপন্থীরা কর্পোরেশন এবং বিদ্যুৎ সংবহন সংস্থা সিইএসসি-কে দায়ী করেছিলেন। 
কলকাতা কর্পোরেশনের তৃণমূল কাউন্সিলর জুঁই বিশ্বাস এদিন প্রশ্ন করেন এ বছর বর্ষাকালে আমরা দেখেছি বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে যে মৃত্যু ঘটেছে তার দায় সিইএসসি এড়িয়ে গেছে। ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটলে তার দায় কার থাকবে? এই প্রশ্নের উত্তর দেন বিদ্যুৎ বিভাগের মেয়র পরিষদ সদস্য সন্দীপ রঞ্জন বক্সি বলেন, "চলতি বছরে অতি বর্ষণ হয়েছে কলকাতায়। ২৩ সেপ্টেম্বর অতি বর্ষণের কারণে জল জমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যে দুর্ঘটনাগুলি ঘটেছে সেই মর্মান্তিক ঘটনার সঙ্গে কলকাতা কর্পোরেশনের বিদ্যুৎ বিভাগের সঙ্গে কোনও প্রত্যক্ষ যোগাযোগ নেই। ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে ঘটনার নিরিখে তার ব্যবস্থা করবে কর্পোরেশন।" 
শহরের বস্তিগুলিতে যেভাবে বিভিন্ন তার ঝুলন্ত অবস্থায় রয়েছে তার ফলে অগ্নিসংযোগের আশঙ্কা নিয়েও প্রশ্ন ওঠে অধিবেশনে। মেয়র পারিষদ বলেন, বিদ্যুৎ বিভাগ বিভিন্ন বেসরকারি টেলিকম সংস্থা ও সিইএসসি’র সঙ্গে কথা বলে এই ধরনের ঝুলন্ত তার থাকলে তা নির্দিষ্টভাবে ব্যবস্থা গ্রহণ করে। কিন্তু তার দু-তিন দিনের মধ্যেই ফের ঝুলন্ত অবস্থায় তার দেখা যায়। তিনি জানান যে কলকাতার অনেক জায়গায় ‘কেবল ট্রেন’ চালু হয়েছে। এই ব্যবস্থা অনুযায়ী ধাতব পাতের ওপর তারের গোছা থাকবে। তার বন্দোবস্ত করা হচ্ছে কলকাতাজুড়ে। আর্থিক সংস্থান অনুযায়ী এই কাজ হবে।

এই প্রসঙ্গে বাম পরিষদীয় দলনেতা মধুছন্দা দেব বলেন, "কর্পোরেশন সঠিক ভাবে রক্ষণাবেক্ষণ করে না। এই দায়িত্ব নিতে হবে কর্পোরেশনকেই।’’

Comments :0

Login to leave a comment