কলকাতা আন্তর্জাতিক বইমেলায় শনিবার ন্যাশনাল বুক এজেন্সির স্টলে প্রকাশিত হলো 'বাংলার সর্বনাশের দেড় দশক' বইটি। বইটি প্রকাশ করলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। বইটির লেখক ‘গণশক্তি’-র সাংবাদিক চন্দন দাস। ২০১১ সালে রাজ্যে পালাবদলের পর থেকে বাংলার রাজনৈতিক পরিস্থিতি ও পরিবর্তনের স্বরূপ নিয়ে বইটি লেখা হয়েছে।
ন্যাশনাল বুক এজেন্সির স্টলের বাইরে সংক্ষিপ্ত অনুষ্ঠানে বইটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে ছিলেন এসএফআই’র সাধারণ সম্পাদক সৃজন ভট্টাচার্য, এনবিএ’র ডিরেক্টর অনিরুদ্ধ চক্রবর্তীও।
বই প্রকাশের পর চন্দন দাস বলেন, "২০১১ সালে তৃণমূল পরিবর্তনের স্লোগানকে সামনে রেখে নির্বাচনে জয়ী হয়েছিল। কিন্তু সেই ‘পরিবর্তন‘ কোথায় দাঁড়িয়ে আছে। এই পরিবর্তনের চরিত্র এই বইয়ে রয়েছে। হিন্দুত্বের রাজনীতি ও সাম্প্রদায়িক বিভাজনকে কিভাবে ১৫ বছর ধরে প্রশ্রয় দিয়ে গিয়েছে রাজ্যের সরকারে আসীন তৃণমূল, তারও উল্লেখ রয়েছে। এই পরিবর্তন আমাদের কতটা পিছিয়ে নিয়ে গিয়েছে তা নিয়েই এই বই।"
সুজন চক্রবর্তী বলেন, "বাংলায় পালা বদলের পর থেকে সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষেত্রে পরিবর্তন কী প্রভাব পড়েছে জানা দরকার। কিভাবে আরএসএস এবং সাম্প্রদায়িক রাজনীতি এই বাংলায় খোলা মাঠ পেল, তা বইতে বিশদে তুলে ধরা হয়েছে।’’
Book on Trinamool Rule
'বাংলার সর্বনাশের দেড় দশক' বইয়ের প্রকাশ বইমেলায়
শনিবার কলকাতা বইমেলায় বই প্রকাশ অনুষ্ঠানে অনিরুদ্ধ চক্রবর্তী, সুজন চক্রবর্তী, চন্দন দাস, সৃজন ভট্টাচার্য।
×
Comments :0