Road Accidents in Dhupguri

পৃথক পথ দুর্ঘটনায় ধূপগুড়িতে মৃত দুই, আহত পাঁচ

জেলা

ধূপগুড়ি ব্লকে পরপর তিনটি পৃথক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো দু’জনের, আহত পাঁচ জন। শুক্রবার রাত থেকে শনিবার সকাল—এই অল্প সময়ের মধ্যেই ঘটে যায় একের পর এক মর্মান্তিক দুর্ঘটনা।
জানা গিয়েছে, শুক্রবার রাতে ধূপগুড়ি ব্লকের ডাউকিমারি এলাকায় বাইকের সঙ্গে সংঘর্ষ ঘটে। কীর্তন থেকে বাড়ি ফেরার পথে এক পথচারী ও তাঁর সঙ্গে থাকা এক শিশুকে একটি বাইক ধাক্কা মারে। ধাক্কায় পথচারী রতন রায় রাস্তার পাশে ছিটকে পড়েন। তড়িঘড়ি ৩ জনকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক রতন রায়কে মৃত ঘোষণা করেন। তাঁর বাড়ি ডাউকিমারি এলাকায়। আহত দু’জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।
অন্যদিকে, শনিবার সকালে ধূপগুড়ি–ডাউকিমারি রাস্তায় পূর্ব মাগুরমারির একটি হিমঘরের সামনে দ্রুতগতির বাইকের সঙ্গে সাইকেলের সংঘর্ষ হয়। বেপরোয়া গতির জেরে বাইক চালক রোহন হোসেন রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আহত সাইকেল আরোহীকে জলপাইগুড়ি মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়েছে।
এছাড়াও ধূপগুড়ির ঝুমুর এলাকায় ঘন কুয়াশার জেরে একটি পণ্যবাহী গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। চালক পালিয়ে গেলেও সহকারী সামান্য আহত হয়।
তিনটি দুর্ঘটনাতেই পুলিশ গাড়িগুলি আটক করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Comments :0

Login to leave a comment