Road Accident in Malbazar

১৭ নম্বর জাতীয় সড়কে দুর্ঘটনায় যুবকের মৃত্যু

জেলা

ছোট গাড়ি ও বাইকের মুখোমুখি সংঘর্ষে যুবকের মৃত্যু। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে মালবাজার ব্লকের ডামডিম ও ওদলাবাড়ি যাবার পথে রানিচিড়া চা বাগান সংলগ্ন ১৭ নং জাতীয় সড়কে। মৃত যুবকের নাম পারিজাত প্রসূন দে(২১)। জানা গেছে, এদিন সন্ধ্যায় ডামডিম থেকে ওদলাবাড়ি গামী একটি ছোট গাড়ির সাথে ডামডিমমুখী বাইকের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মৃত্যু হয় বাইক চালক যুবকের। মৃতের বাড়ি মালবাজার ব্লকের ডামডিম মোড় সংলগ্ন এলাকায়। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকে বিহ্বল সমগ্র এলাকা। 
স্থানীয় সূত্রে জানা গেছে মৃত এই তরুণ সম্প্রতি মার্চেন্ট নেভিতে উত্তীর্ণ হয়ে যোগদানের প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। তার আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারাতে হোলো মেধাবী তরুণকে। পরিবারের একমাত্র সন্তানের মৃত্যুতে কার্যত ভেঙে পড়েছে মৃত তরুণের বাবা মা। দুর্ঘটনা ঘটার পরই এলাকায় ভিড় জমে। সাময়িকভাবে উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। মালবাজার থানার পুলিশের তত্ত্বাবধানে পরবর্তীতে উত্তেজনা প্রশমিত হয়। দুর্ঘটনার তীব্রতা কতটা ভয়াবহ ছিল তা কার্যত উন্নতমানের বাইক ও গাড়ির অবস্থা দেখলেই বোঝা যায়। দুর্ঘটনার পরই পুলিশ মৃতদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে আসে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই বিভিন্ন এলাকা থেকে সাধারণ মানুষের ভিড় জমে মাল বাজার সুপার স্পেশালিটি হাসপাতালে। দুর্ঘটনাস্থলে পৌঁছায় মালবাজার থানার পুলিশ ও দমকল বিভাগের কর্মীরা। দুর্ঘটনাগ্রস্ত বাইক ও গাড়ি বাজেয়াপ্ত করে ঘটনার তদন্ত শুরু করেছে মালবাজার থানার পুলিশ। জাতীয় সড়কে বারংবার ঘটে যাওয়া দুর্ঘটনায় প্রাণ হারানোর ঘটনা দ্রুতগতির গাড়ি চালানোকেই দায়ী বলে দাবী প্রশাসন সহ স্থানীয়দের। প্রশাসনের তরফে বারংবার সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করার পরেও গাড়ির গতি যে কমছে না তা এদিনের ঘটনায় আবারও পরিস্ফুটিত হয়েছে।

Comments :0

Login to leave a comment