নাজিরাবাদের অগ্নিকাণ্ড নিয়ে সরব অমিত শাহ। কিন্তু তৃণমূলের একাধিক দুর্নীতি নিয়ে চুপ থাকলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শাহ বলেন, নাজিরাবাদের অগ্নিকাণ্ড তৃণমূলের দুর্নীতির ফলাফল। ওয়াও মোমোর মালিককে কেন গ্রেপ্তার করা হলো না তা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। তারপরই তিনি বলেন, বিজেপি ক্ষমতায় এলে মোমো কোম্পানির মালিককে জেলে পাঠাবে। উল্লেখ্য সারদা, নারদা, শিক্ষক নিয়োগ দুর্নীতি, কয়লা পাচার, বালি পাচার, পাথর খাদান, পৌরসভায় নিয়োগ দুর্নীতি সহ তৃণমূলের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ রয়েছে। একটা ঘটনাতেও এখনও পর্যন্ত তৃণমূলের নেতা মন্ত্রীদের কোন শাস্তি হয়নি। উল্টে একের পর এক মামলায় তারা জামিন পেয়েছেন।
ব্যারাকপুরের কর্মী সভা থেকে তৃণমূলকে উৎখাতের ডাক দিলেও ক্ষমতায় এসে বিজেপি কী করবে তার কোন দীশা শাহ দেখাতে পারেনি। একটাই কথা তিনি বলেছেন। সিলেবাস অনুযায়ী শাহের মুখে ছিল অনুপ্রবেশের কথা। তিনি শুধু একটাই প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি ক্ষমতায় এলে অনুপ্রবেশ আটকাবে।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এপ্রিলের শেষে বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী ৪৩ দিনে সীমানার কাজ করবে। এটা আমাদের প্রতিশ্রুতি।’ তিনি বলেন, ‘যেখানে বিজেপির সরকার সেখানে অনুপ্রবেশ হয় না। বাংলার মানুষকে বলছি, লাল, সবুজ সরকার হয়েছে। এক বার বিজেপি সরকার আনুন। অনুপ্রবেশ বন্ধ হবে।’
বাংলার যুবকদের জন্য চাকরির কথা, শিল্পের কথা, কৃষির উন্নতির কথা নেই অমিত শাহের মুখে।
Amit Shah
তৃণমূলের নেতাদের বদলে মোমো কোম্পানির মালিককে জেলে পাঠানোর কথা শাহের মুখে
×
Comments :0