AFC ACL 2

এসিএল ২ -এ মোহনবাগানের সূচি

খেলা

গ্রুপ বিন্যাস পর্বের শেষে এসিএল ২ -র সূচিও প্রকাশ করে ফেলল এএফসি । এসিএল ২ ( এশিয়ান চ্যাম্পিয়ন্স লিগ ২ ) তে মোহনবাগানের সূচি প্রকাশ হয়েছে। ১৬সেপ্টেম্বর যুবভারতীতে তুর্কমেনিস্তানের দল আহল এফকে-র বিরুদ্ধে প্রথম ম্যাচ খেলবে মোহনবাগান। সেপ্টেম্বর ও অক্টোবরে দুটি আওয়ে ম্যাচ খেলবে তারা। ৩০ সেপ্টেম্বর ইরানের দল সেফানানের বিরুদ্ধে ইস্ফাহানের নাগেশ ই জাহান স্টেডিয়ামে নামবে মোহনবাগান। খেলাটি হবে ভারতীয় সময় রাত ৯:৩০ টায় । ২১অক্টোবর জর্ডনের আমান আন্তর্জাতিক স্টেডিয়ামে তারা নামবে আল হুসেনের বিরুদ্ধে ভারতীয় সময় রাত ১১:৪৫এ। ৪নভেম্বর এই আল হুসেইনের বিরুদ্ধেই হোম ম্যাচে যুবভারতীতে নামবে মোহনবাগান সন্ধ্যা ৭:১৫তে। ২৫নভেম্বরে আহল এফকে-র বিরুদ্ধে আওয়ে ম্যাচ খেলবে সবুজ মেরুন। এই ম্যাচের স্থান ও দিনক্ষণ এখনও ঠিক হয়নি। ২৩ডিসেম্বরে ইরানের সেফানানের বিরুদ্ধে হোম ম্যাচে যুবভারতীতে সন্ধ্যা ৭:১৫তে নামবে মোহনবাগান। 

Comments :0

Login to leave a comment