হিমাচল প্রদেশের সিরমৌর জেলায় একটি বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় এখনও পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আহত হয়েছেন পাঁচজন। তাদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাদের চিকিৎসা চলছে। নিহতদের পরিচয় জানার চেষ্টা চলছে। শুক্রবার ঘটনাটি ঘটেছে সিরমৌর জেলার রেণুকাজি বিধানসভা কেন্দ্রের হরিপুরধর বাজারের কাছে। একটি বেসরকারি বাস রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় বাসটি যাত্রীতে পরিপূর্ণ ছিল বলে জানা গেছে। দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি ধ্বংসস্তূপে পরিণত হয়। এলাকায় আতঙ্ক ও আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়দের ভিড় জমে যায় ঘটনাস্থলে। প্রসাশন পৌঁছানোর আগেই ধ্বংসস্তূপ থেকে হতাহতদের উদ্ধার করে স্থানীয়রাই। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা থেকে ছিটকে ৩০০ মিটার দীর্ঘ খাদে পড়ে যায়। প্রথমে স্থানীয়রা উদ্ধারকাজে হাত লাগিয়েছেন। পরে পুলিশ ও উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, দুর্ঘটনা দেখেই দ্রুত পুলিশকে খবর দেওয়া হয়। তবে উদ্ধারকারী দল পৌঁছানোর আগেই স্থানীয়রা আহত ও নিহতদের উদ্ধার শুরু করে দেন। পরে প্রশাসন উদ্ধারের জন্য কাজ শুরু করে।
সিরমৌরের পুলিশ সুপার নিশ্চিন্ত সিং নেগি বলেন, ‘‘সিরমৌর জেলার হরিপুরধরের কাছে কুপভি থেকে শিমলাগামী একটি বেসরকারি বাস রাস্তা থেকে খাদে পড়ে যাওয়ার ঘটনায় আটজন নিহত হয়েছেন। এখনও পর্যন্ত প্রায় ৩০ জনকে উদ্ধার করা হয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বাসটিতে ৩০-৩৫ জন যাত্রী ছিলেন। পুলিশ এবং অন্যান্য উদ্ধারকারী দল আহতদের উদ্ধারের চেষ্টা করছে। আহতদের হরিপুরধর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে যেখানে তাদের চিকিৎসা চলছে।’’
Himachal Pradesh
হিমাচল প্রদেশে বাস খাদে পড়ে নিহত ৮
×
Comments :0