China USA Oil

রাশিয়ার তেল কেনা নিয়ে ট্রাম্পের নাক গলানো মানছে না চীন

আন্তর্জাতিক

রাশিয়ার সঙ্গে বাণিজ্য সম্পর্ক ভেস্তে দিতে এলে ফল ভালো হবে না। আমেরিকার রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের হুমকি উড়িয়ে এই মর্মে পালটা হুঁশিয়ারি দিল চীন।
রাশিয়ার থেকে তেল আমদানি করলে আমেরিকা ৫০০ শতাংশ আমদানি শুল্ক বসাবে। এমন নির্দেশিকায় সই করেছেন ট্রাম্প। কিন্তু ভারতের মোদী সরকারের মতো চীন গুটিয়ে যায়নি এবারও। শুল্ক যুদ্ধের গোড়া থেকে আমেরিকাকে পালটা চাপে রেখে চলেছে চীন। 
চীনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র মাও নিঙ বেজিঙে বলেছেন, ‘‘অবৈধ এবং একতরফা নিষেধাজ্ঞা জারির বিরোধিতা চীন বরাবর করে এসেছে। সেই অবস্থানে দৃঢ়ও থাকবে।’’ 
মাও বলেছেন, ‘‘আন্তর্জাতিক বিধি মেনেই রাশিয়ার সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছে চীন। এর মধ্যে অবৈধ কোনও উপাদান নেই। সার্বভৌম চীনের বাণিজ্যিক সিদ্ধান্তে নাক গলানোর কোনও অধিকার নেই আমেরিকার। চীন তার বিদেশনীতির প্রশ্নে তৃতীয় কোনও দেশকে নিষেধাজ্ঞার মুখে ফেলে না। রাশিয়া-চীন সম্পর্ক ঘিরে আমেরিকাও কোনও নিষেধাজ্ঞা জারি করতে পারে না।’’
এদিকে রাশিয়ার রাষ্ট্রপতি পুতিনও আমেরিকার হুঁশিয়ারির সমালোচনা করেছেন। ঘটনা হলো, ইউক্রেন সংঘাত ঘিরে আমেরিকা এবং পশ্চিম ইউরোপ বারবার রাশিয়াকে নিষেধাজ্ঞার ঘেরাটোপে ফেললেও মস্কোকে দমাতে পারেনি। 
আমেরিকার রিপাবলিকান পার্টির সেনেটর লিন্ডসে গ্রাহামের নেতৃত্বে তৃতীয় দেশের ওপর নিষেধাজ্ঞার প্রশাসনিক কাঠামো তৈরি হয়। তিনি বলেছেন, রাশিয়া থেকে সস্তায় তেল কিনলে আমেরিকা শাস্তি দিতে পারবে। 
উল্লেখ্য, ভেনেজুয়েলার তেল বাণিজ্যও দখলের ব্যবস্থা করেছে আমেরিকা। ভেনেজুয়েলার তেলও কেনে চীন। চীনকে নানাভাবে বিপাকে ফেলার প্রয়াস এখন আর লুকিয়ে রাখতে পারছে না আমেরিকা। কূটনীতি, বাণিজ্য, প্রযুক্তি উদ্ভাবনে বারবার পিছিয়ে পড়ে একতরফা নিষেধাজ্ঞার রাস্তা নিচ্ছে। 
চীনের বিদেশ মন্ত্রক জবাবে বলেছে, ‘‘মস্কোর সঙ্গে চীনের সম্পর্ক পারস্পরিক ফয়দার ভিত্তিতে জারি রয়েছে। এখানে একতরফা কোনও সম্পর্ক নেই।’’
ভেনেজুয়েলায় মার্কিন আগ্রাসন এবং তেলের খনি দখল প্রসঙ্গে চীন বলেছে, ‘‘মানবিক অধিকার ভেঙে কোনও দেশকে সামরিক শক্তি দিয়ে দখল করার নীতির বিরোধী চীন। রাষ্ট্রসঙ্ঘের সনদেরও বিরোধী আমেরিকার এমন পদক্ষেপ। আন্তর্জাতিক আইনে সুবিধা হলে মেনে নেওয়া আবার অুবিধায় পড়লে ইচ্ছেমতো বাতিল করার নীতি মেনে নেওয়া হবে না।’’

Comments :0

Login to leave a comment