নিউ ইউর্কের আদালতে আইনি লড়াই জোরালো হওয়ার ইঙ্গিত দিয়েছে মাদুরোর আইনজীবী নির্বাচনও। মাদুরো ও তাঁর স্ত্রীর হয়ে সওয়াল করেন ব্যারি পোলাক। উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জের বিরুদ্ধে গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হলে সেই মামলারও সওয়াল করেছিলেন তিনি। শেষ পর্যন্ত অ্যাসাঞ্জেকে মুক্তি দিতে বাধ্য হয় আদালত।
নিকোলাস মাদুরোকে অপহরণ করা হয়েছে কোন আইনে? আমেরিকার ম্যানহাটনের আদালতে গোড়াতেই সেই প্রশ্ন তুলেছেন পোলক। তিনি মনে করিয়েছেন যে সার্বভৌম দেশ ভেনেজুয়েলার নির্বাচিত রাষ্ট্রপতি নিকোলাস মাদুরো। রাজধানী কারাকাসে রাষ্ট্রপতি ভবনে ঢুকে পড়ে বাসভবন থেকে স্ত্রীক তুলে আনা হয় মাদুরোকে।
মাদুরো দোভাষী মারফত আদালতে বলেছেন যে তিনি নির্দোষ। তাঁর বিরুদ্ধে আনা কোনও অভিযোগ সত্য নয়। মাদুরো এবং তাঁর স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে নিয়ে আসা হয় আদালতে। সিলিয়ার কপালে কাটা দাগ ছিল। জোর করে কারাকাস থেকে তুলে আনার সময় আঘাত লাগে তাঁর। সিলিয়ার আইনজীবী যথাযথ নিরাপত্তার আবেদন জানান।
এদিন নিকোলাস মাদুরোকে আদালতে আনার পরেই আদালতের বাইরে বহু মানুষ পোস্টের হাতে জমায়েত করে তার মুক্তির দাবি জানান। আমেরিকা সহ বিশ্বের বহুদেশের গণতন্ত্রকামী মানুষ আমেরিকার এই অবস্থানের বিরুদ্ধে প্রতিবাদ সহ মাদুরোর মুক্তির দাবি জানিয়েছে।
আমেরিকার সশস্ত্র বাহিনী ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে বোমা হামলা চালায়। টানা কয়েকমাস ক্যারিবিয়ান সাগরে তটরেখা ঘিরে মোতায়েন করে রেখেছিল আমেরিকার নৌবহর। পাশাপাশি, মাদুরো ও তাঁর স্ত্রীকে বন্দি করে আমেরিকা একটি অভিযোগপত্র প্রকাশ করে। যেখানে ভেনেজুয়েলার একাধিকবারের নির্বাচিত প্রেসিডেন্ট মাদুরোর বিরুদ্ধে জনগণের আস্থাভঙ্গের অভিযোগ করা হয়। পাশাপাশি, মাদক-সন্ত্রাসবাদের ষড়যন্ত্র, কোকেন আমদানির ষড়যন্ত্র, মেশিনগান এবং ধ্বংসাত্মক ডিভাইস দখল সহ মেশিনগান এবং ধ্বংসাত্মক ডিভাইস ব্যবহারের ষড়যন্ত্রের অভিযোগও আনা হয়েছে। এই অভিযোগগুলি প্রমাণিত হলে আমেরিকার আইন অনুযায়ী মাদুরোর যাবজ্জীবন সাজা হওয়ার আশঙ্কা রয়েছে।
উল্লেখ্য, এর আগে পোলক যাঁর হয়ে সওয়াল করে তোলপাড় ফেলেছিলেন সেই অ্যাসাঞ্জে আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের গোপন ফাইল ফাঁস করেছিলেন। সেই ফাইলের সঙ্গে জড়িয়ে ছিল বিশ্বের বিভিন্ন দেশে হোয়াইট হাউসের কুকীর্তির তথ্য। ইরাকে মার্কিন সেনার হাতে নিরস্ত্র সেনাদের হত্যার মতো ঘটনাও বেরিয়ে আসে। আমেরিকার সামরিক বাহিনী ইরাকের বন্দিদের ওপর জঘন্য অত্যাচার চালিয়েছিল। সেই তথ্যও বেরিয়ে আসে। ২০২৪’র জুনে মুক্তি পান অ্যাসাঞ্জে।
Pollak defending Maduro
কোন আইনে অপহরণ রাষ্ট্রপতিকে? প্রশ্ন তুললেন মাদুরোর আইনজীবী
×
Comments :0