Anandapur

বিধ্বংসী আগুন নোনাডাঙা বস্তি এলাকায়

কলকাতা

ফাইল ছবি

আনন্দপুর থানার অন্তর্গত নোনাডাঙা বস্তি এলাকায় বিধ্বংসী আগুনে বেশ কিছু ঘরবাড়ি ভশ্মীভূত। বুধবার সন্ধ্যা সাড় ৬টা নাগাদ নোনাডাঙা বস্তি সংলগ্ন এলাকায় আগুন লাগে। মুহূর্তে আগুনের লেলিহান শিখা ও কালো ধোঁয়ায় ঢেকে যায় এলাকা।  ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে এদিন  সন্ধ্যায় হঠাৎই বস্তি সংলগ্ন এলাকায় আগনের ধোঁয়া লক্ষ্য করেন স্থানীয়া। কিছু বুঝে ওঠার আগেই আগুন ভয়াবহ আকার ধারণ করে। স্থনীয়রাই খবর দেয় দমকল ও পুলিশকে। খবর পেয়ে আসে দমকলের ৬টি ইঞ্জিন। আনন্দপুর থানার পুলিশও ঘটনাস্থলে এসে পৌঁছায়। স্থানীয়দের সহোযোগীতায় দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজে নেমে পড়েন। জানা গেছে ২০ থেকে ২৫ ঘর আগুনে ভস্মীভূত হয়েছে। আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। জনবসতিপূর্ণ এলাকা হওয়ায় আগুন নিয়নত্রণে আনতে দমকলের বেগ পেতে হচ্ছে। আগুন নেভানোর জন্যে স্থানীয় মানুষজনও দমকলকর্মীদের সঙ্গে হাত মিলিয়েছেন।
গত বছর ২৫ ফেব্রুয়ারি রবিবার সকালে ইএম বাইপাসের ধারে এই আনন্দপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় পুড়ে ছাই হয়ে যায় ৫০টির বেশি ঝুপড়ি ও দোকান। দমকলের অন্তত ১০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে সেদিন আগুন নিয়ত্রণে আনে। তবে অগ্নিকাণ্ডের জেরে হতাহতের খবর ছিলনা। এদিন বস্তির বেশকিছু ঘর ভশ্মীভূত হয়েছে বলে খবর। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও স্পষ্ট নয়।  আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি বলে দমকল সুত্রে খবর। তবে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর কাজ করে চলেছেন স্থানীয় মানুষ এবং দমকলকর্মীরা।

Comments :0

Login to leave a comment