Bangladesh

হুমকির মুখে বাংলাদেশের সংখ্যালঘু মহিলা জেলাশাসক

আন্তর্জাতিক

মনোনয়ন বাতিল করায় বাংলাদেশে আক্রমণের মুখে পড়লেন কুড়িগ্রামের মহিলা জেলাশাসক অন্নপূর্ণা দেবনাথ। প্রকাশ্যে কুরুচিকর মন্তব্য, হুমকি এবং পদত্যাগের জন্য তাঁকে চাপ দেওয়া হচ্ছে বলে অভিযোগ। জানা গেছে বাংলাদেশের কুড়িগ্রাম-৩ আসনে জামাতের মনোনীত প্রার্থী ব্যরিস্টার সালেহীর মনোনয়ন বাতিল করায় জেলা শাসক অন্নপূর্ণা দেবনাথের বিরুদ্ধে সাম্প্রদায়িক আক্রমণ শুরু হয়। তিনি ধর্মীয় সংখ্যালঘু হওয়ায় সেই পরিচয় তুলে আক্রমণ চলছে। ‘ভারতের দালাল‘ বলেও কটূক্তি চলছে প্রকাশ্যে। তবে জেলা শাসক জানিয়েছেন যে জামাতের সংশ্লিষ্ট প্রার্থীর মনোনয়ন বাতিল হয়েছে দ্বৈত নাগরিকত্বের করাণে। 

কিন্তু জামাতের সমর্থকরা কোনও নিয়ম বা যুক্তির কথা শুনতে নারাজ। উলটে জেলা শাসকের পদত্যাগও দাবি করা হয়েছে। এমনকি পদত্যাগ না করলে অপসারণের হুমকিও দেওয়া হয়। কিন্তু জামাতের মনোনীত এই প্রার্থীর বিরুদ্ধে ব্রিটেন ও বাংলাদেশের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত অভিযোগ রয়েছে। 

আওয়ামি লিগ সরকারের সময় উপ ভূমিসংস্কার কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন অন্নপূর্ণা দেবনাথ। সেই প্রসঙ্গ টেনে এনেছে জামাত। তাঁকে আওয়ামি লিগ এবং অপসৃত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্ঠ বলে প্রচার চালানো হচ্ছে। 
জেলাশাসক অন্নপূর্ণা দেবনাথ ‘গণশক্তি’-কে বলেন, দ্বৈত নাগরিকত্ব থাকায় অনেকের মনোনয়ন বাতিল করা হয়েছে পার্শ্ববর্তী রংপুর সহ অনেক জায়গায়। কিন্তু জামাত মনোনীত প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব থাকায় তাঁর মনোনয়ন বাতিল করা হয়। তাঁকে সুযোগ দেওয়ার পরেও সুনির্দিষ্ট নথি দাখিল করতে পারেননি। 

Comments :0

Login to leave a comment