প্রবন্ধ
মুক্তধারা
বিজ্ঞানের যাদুকর
তপন কুমার বৈরাগ্য
২০২৬ জানুয়ারি ৮ | বর্ষ ৩
বিজ্ঞানের এমন কিছু বিষয় নেই যা তিনি আত্মস্থ করেননি। যিনিসব অর্থে ছিলেন জীবন্ত বিস্ময়।যিনি ১৮৯৩খ্রিস্টাব্দে চলচ্চিত্র আবিষ্কার করেছিলেন।যিনি সারাজীবনে ১০০০এর বেশি আবিষ্কারের পেটেন্ট নিয়েছিলেন ,তিনি হলেন টমাস আলভা এডিসন।তিনি ১৮৪৭খ্রিস্টাব্দের ১১ই ফেব্রুয়ারি মার্কিণ যুক্তরাষ্ট্রের ওহিও প্রদেশের মেনলোতে জন্মগ্রহণ করেন। একটা ঘটনা তাকে বিজ্ঞানের যাদুকর হতে সাহায্য করেছিল।বারো বছর বয়েসে সাংসারিক অচ্ছলতার জন্য তাকে খবরের কাগজ বিক্রি করার কাজে নামতে হয়েছিল।ভোরে উঠে দ্বারে দ্বারে খবরের কাগজের ফেরি করতে হতো। সেদিন ভোরে খবরের কাগজ ফেরি করতে স্টেশনে এসেছেন।নিকটেই ছিলো স্টেশন মাস্টারের থাকারঘর। স্টেশন মাস্টারের ছোট্ট ছেলেটা ঘর থেকে বেড়িয়ে রেললাইনের দিকে ছুটে আসছে।এদিকে ট্রেন দ্রুতবেগে ছুটে আসছে। ছোট্ট ছেলেটা রেললাইনে উঠে দাঁড়িয়ে পড়ল।সবাই চিৎকার করে বলতে শুরু করলো--পালা! পালা! ছোট্ট ছেলেটা রেললাইনের উপর খেলা করছে।দৈত্যের মতন ট্রেনটা তীব্র বেগে এগিয়ে আসছে।আর কয়েক সেকেন্ডের পর ছোট্ট ছেলেটার দেহটা দলা পাকিয়ে রেললাইনে পড়ে থাকবে। এডিসন আর এক মূহূর্ত অপেক্ষা না করে লাইনে ঝাঁপিয়ে পড়ে ছেলেটাকে লাইনের বাইরে নিয়ে গেল।সকলে এই দৃশ্য দেখে আনন্দে চিৎকার করে উঠল।এডিসনকে বাহবা দিতে লাগল। ইতিমধ্যে ছেলেটার বাবা স্টেশনমাস্টার ছুটে এসে এডিসনকে জড়িয়ে ধরলেন।স্টেশনমাস্টরের চোখে জল।তিনি বললেন--তোমার উপস্থিত বুদ্ধির তারিফ না করে আমি পারি না।
তোমার কাছে আমি চিরকাল কৃতজ্ঞ থাকবো। তুমি আমার একমাত্র ছেলেকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়েছো। তোমাকে আর কাগজ বিক্রি করতে হবে না।আজ থেকে তোমাকে লেখাপড়া শিখিয়ে মানুষের মতন মানুষ করে গড়ে তুলবো। সেদিন স্টেশনমাস্টার কিশোর এডিসনকে নিজের ঘরে নিয়ে গেলেন। নিজের কাছে রেখে তাকে টেলিগ্রাফের কাজ শেখাতে লাগলেন। আসতে আসতে তার বৈজ্ঞানিক প্রতিভার জাগরণ ঘটতে লাগলো।
এরপর এই মার্কিণ উদ্ভাবক আবিষ্কার করলেন গ্রামোফোন, ভিডিও ক্যামেরা,দীর্ঘস্থায়ী বৈদ্যুতিক বাল্ব সহ মানবসভ্যতার আরো কতো কিছু যন্ত্র।এই বিজ্ঞানের যাদুকরকে আমরা হারিয়েছি ১৯৩১ খ্রিস্টাব্দের ১৮ই অক্টোবর।তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিউজার্সির ওয়েস্ট অরেঞ্জে।মৃত্যুকালে তার বয়েস হয়েছিল ৮৪ বছর।
Comments :0