আইপ্যাক মামলার জরুরি ভিত্তিতে শুনানির আবেদন খারিজ করে দিলেন কলকাতা হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি সুজয় পাল।
শুক্রবার বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চে আইপ্যাক মামলার শুনানি ছিল। প্রবল বিশৃঙ্খলায় সেই মামলা মুলতুবি করে দেন বিচারপতি। আগামী বুধবার অর্থাৎ ১৪ই জানুয়ারি পর্যন্ত মুলতুবি করা হয়েছে এই মামলা।
তারপরই হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতির সুজয় পালের দ্বারস্থ হয় ইডি। ইডি আবেদন করে এই মামলার দ্রুত শুনানি হোক। বিচারপতি পাল বলেন আপনারা লিখিতভাবে কোর্ট অফিসারকে দ্রুত শুনানির জন্য আবেদন করুন। তিনি এখনই মামলার শুনানি করতে রাজি হননি।
গত বৃহস্পতিবার তৃণমূলের ভোট পরামর্শদাতা বেসরকারি সংস্থা আইপ্যাকের অফিসে তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ঢুকে পড়ে আইপ্যাকের অফিস থেকে ফাইল বের করে আনেন। বিভিন্ন নথি বের করে দাঁড় করিয়ে রাখা তৃণমূলের গাড়িতে তুলতে দেখা যায়। আইপ্যাকের প্রধান প্রতীক জৈনের বাসভবনে তল্লাশির সময়েও পৌঁছে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেও ফাইল হাতে বেরতে দেখা যায় তাঁকে।
তল্লাশির কাজে বাধা দেওয়ার অভিযোগে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মামলা দায়ের করেছে ইডি। বাধার দিয়ে নথি নিয়ে চলে যাওয়ার অভিযোগ তুলেছে। জৈনের বাসভবনে চলে যান কলকাতার পুলিশ কমিশনার। আর আইপ্যাকের দপ্তরের এলাকায় পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি। ছিলেন তৃণমূলের অন্য নেতারা।
সিপিআই(এম) প্রশ্ন তুলেছে তল্লাশির সময় ঘেরাটোপ এড়িয়ে মুখ্যমন্ত্রী ভেতরে ঢুকলেন কী করে? তল্লাশি এবং মুখ্যমন্ত্রীর তৎপরতা ঘিরে ভোটের আগে বাইনারির বন্দোবস্ত করার অনুমানও রয়েছে বিভিন্ন অংশে।
শুক্রবার যাদবপুর এইট-বি বাস স্ট্যান্ড থেকে হাজরা পর্যন্ত প্রতিবাদ মিছিল করে তৃণমূল কংগ্রেস। হাজরার সভায় মুখ্যমন্ত্রী দাবি করেন তল্লাশি শুরু হওয়ার অনেক পরেই, বেলা এগারোটা নাগাদ, তিনি গিয়েছিলেন। ইডি ততক্ষণে যা নেওয়ার সব নিয়ে নিয়েছে। সেই সঙ্গে তিনি বলেন, আমার দলের তথ্য কেন আমি ইডিকে নিতে দেব? তাই আমি মনে করি আমি কোনও অন্যায় করিনি।
ইডির দাবি, কয়লা কেলেঙ্কারিতে যোগসাজশের পুরনো মামলায় প্রতীক জৈনের নাম ছিল। সে কারণে তল্লাশি করা হয়েছে আইপ্যাক’র দপ্তর ও প্রতীক জৈনের বাড়িতে।
উল্লেখ্য, কয়লা কেলেঙ্কারির টাকা পাচার থেকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কেন্দ্রীয় সংস্থার তদন্তে সময়ে সময়ে তল্লাশি হলেও অপরাধীদের বিচার হয়নি।
High Court IPAC
জরুরি শুনানিও হলো না হাইকোর্টে, ‘দেরিতে গিয়েছি’: দাবি মমতার
×
Comments :0