MUKTADHARA | ANAYAKATHA — NADI | SOURAV DUTTA — 17 MARCH 2024

মুক্তধারা | অন্যকথা — নদী তুমি কেমন আছো? | সৌরভ দত্ত — ১৭ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  ANAYAKATHA  NADI  SOURAV DUTTA  17 MARCH 2024

মুক্তধারা  

অন্যকথা

নদী তুমি কেমন আছো?
সৌরভ দত্ত

কত নদী হারিয়ে যায়–কত নদী হোয়াংহোর মতো দুঃখ হয়ে বাঁচে–নদীর বুকে মাথা তুলে দাঁড়ায় সভ্যতা–নীলনদের দানে পুষ্ট হয় মিশর–টাইগ্রিস ইউফেটিস সমীপবর্তী তীরে গড়ে ওঠে সুমেরীয় সভ্যতা – বাংলার নদী জলাশয় কেমন আছে তার অন্তঃসমীক্ষার রিপোর্ট কিন্তু খুব আশাপ্রদ নয়–বর্তমানে পশ্চিমবঙ্গের সবচেয়ে দূষিত নদী মহানন্দা–কিন্তু নদী তো মানুষের জীবনের দুই কূলকে মিলিয়ে দেয়–রূপনারানের কূলে স্বপ্নময়তার মায়াজাল ছিন্ন করে কবির মোহমুক্ত জেগে ওঠা গভীর জীবন দর্শনের জন্ম দেয়–নদীকে ঘিরেই লেখা হয়েছে পৃথিবীর কালজয়ী সব সাহিত্য– মানিকবাবুর পদ্মানদীর মাঝিতে পদ্মাবিধৌত অঞ্চলের মানুষের জীবন-জীবিকার সুখ-দুঃখ ফুটে ওঠে শেষ পর্যন্ত বেঁচে থাকে জীবনতৃষ্ণা–নদী একটা আবর্ত রচনা করে মানব জীবনে–নদীকে ধ্বংস করতে চাইলে শিবতরাই-উত্তরকূটের প্রকৃতির বিরুদ্ধে যন্ত্রসভ্যতার আস্ফালনের ফল– নিজের প্রাণের বিনিময়ে মুক্তধারা খুলে দেন অভিজিৎ–আবার নদীকে না দেখলে স্টেশন মাস্টার নদের চাঁদের মনে অনেক প্রশ্ন জমা হয়–তারাশঙ্করের হাঁসুলী বাঁকের কথায় উঠে আসে কোপাই নদীর হাঁসুলীর মত বাঁক নেওয়ার কথা, সেখানকার বাঁশবাদি গ্রামের মানুষদের বিচিত্র জীবন–বনমালী-করালীর নবীন -প্রবীণের দ্বন্দ্বে নদী হয়ে ওঠে স্বতন্ত্র আখ্যান–বিভূতিভূষণের ইছামতী এক অন্য জীবনের গল্প বলে –নদী যেকোনো সভ্যতার মান উন্নয়ন সূচক।নদীর বুকেও জন্মায় বিষাদ–নদীগর্ভে জমে ক্লেদরাশি–আবার সে নদীই হয়ে যায় পতিতপাবনী গঙ্গা–বর্তমানে পশ্চিমবঙ্গের  কোনো নদীর স্বাস্থ্যই ভালো নেই–সরস্বতী নদীও পঙ্কিল দূষণে কালের স্রোতে হারিয়ে যাচ্ছে…

Comments :0

Login to leave a comment