MUKTADHARA | BOOK REVIEW — BHABANISANKAR CHAKRABORTY — 15 MARCH 2024

মুক্তধারা | বই — 'চলতি বাসর'-এর চালচিত্র | ভবানীশংকর চক্রবর্তী — ১৫ মার্চ ২০২৪

সাহিত্যের পাতা

MUKTADHARA  BOOK REVIEW   BHABANISANKAR CHAKRABORTY  15 MARCH 2024

মুক্তধারা  

বই

'চলতি বাসর'-এর চালচিত্র
ভবানীশংকর চক্রবর্তী

               ১৯২৮এর এক মজলিশি  আড্ডায় প্রথম বিশ্বযুদ্ধোত্তর পর্বের পশ্চাত্য কবিতার ফর্ম আর কনটেন্ট নিয়ে বলতে গিয়ে বিষয়গৌরবকে গৌণ বলেছিলেন সুধীন্দ্রনাথ দত্ত।রবীন্দ্রনাথ পরিহাসচ্ছলে সে কথার বিরোধিতা করে মোরগ নিয়ে সুধীন দত্তকে একটি কবিতা লিখতে বললে তিনি সেই চ্যালেঞ্জ গ্রহণ করে  'কুক্কুট' নামে একটি কবিতা লিখেছিলেন।বলা বাহুল্য, কবিতাটি রবীন্দ্রপ্রশংসাধন্য হয়ে 'প্রবাসী' পত্রিকায় প্রকাশিত হয়েছিল ।আবীর চট্টোপাধ্যায়ের সদ্য প্রকাশিত  'চলতি বাসর' কাব্যগ্রন্থের আলোচনা করতে গিয়ে প্রসঙ্গটি এসে গেল ।কবিতা কেবল কল্পনাপ্রসূত ,আবেগরসায়িত শিল্পমাত্র নয়।বুদ্ধির দীপ্তি,মননের বিস্তার,সূক্ষ্ম বিচারবোধ,শব্দ নির্বাচনের মুন্সিয়ানা,সর্বোপরি পরিমিতিবোধ কবিতাকে সুন্দর ও সুখপাঠ্য করে তোলে।'চলতি বাসর'এর কবিতাগুলিতে এগুলির ব্যবহার টের পাওয়া যায় ।তবে সর্বত্র যে তার নিখুঁত ব্যবহার হয়েছে এমনটি নয়।
           গ্রন্থটির 'নিবেদন' অংশে আবীর বলেছেন, 'আজকের কথা,আজকের গান,আজকের প্রতিবাদ,আজকের সীমানা,আজকের রাজনীতি,আজকের বিবাদ,বিসংবাদ,দ্বন্দ্ব, বিরোধ সব আজকের কথায়  সাজানো হয়েছে।' এই  কথাগুলি থেকেই বোঝা যাচ্ছে কবির মনের বিস্তার এবং এটিই তাঁর নির্মাণের গোপনকথা ।গ্রন্থটির কবিতাগুলির মধ্যে নিহিত আছে প্রকৃত অর্থে কবির যাপনযাত্রা।আর এ যাত্রার সঙ্গী শুধু তাঁর পুরোনো দিনের স্বজনেরা নয়,সমসময়ের নবীন সংস্কৃতিসাথিরা নয়,সাধারণ পাঠকেরাও সে যাত্রার অংশীদার ।সেই বাসরের শব্দধ্বনিময় ব্যঞ্জনায়,সময়ের পদাবলির সুর বৈচিত্রে,বিগত কালের স্মৃতিমেদুরতায় , বাদপ্রতিবাদের দ্বান্দ্বিকতায় কবিতাগুলি যেন মুখর বাসর।দুয়েকটি পংকতি উদাহৃত  হতে পারে-
১।যে মারে ,তার হাতভরা মৃত্যু আজ/প্রতিবেশ থেকে এভাবেই শরণার্থী/এক ধর্ম আলাদা করে অন্য যাকে তাকে/অন্যধর্ম জারি করে মৃত্যু পদপ্রার্থী (ধর্মের নামে,পৃ.৩০)
২।পথের ভিক্ষু যত প্রত্যাশী রাত কাছে টানে/পথ মিশে যায়  বাগানের পরম আদরে (গান্ধর্ব সন্ধ্যা,পৃ.৩৯)
৩।যত কথা আজ পাওয়া গেল মাটি খুঁড়ে/প্রত্নতাত্বিক নিদর্শন ততটা নয়/এর পরেও যতটা থেকে গেল অনুচ্চারিত/খনন কাজ সব মিলে গড়ে অবক্ষয়(প্রত্নতত্ব,পৃ.৭৩)।
        ঐশী মুখার্জি ও ঋতদীপ রায়-এর প্রচ্ছদ সুন্দর ও ব্যঞ্জনাময়।'চলতি বাসর' হাতের কাছে থাকলে মন খারাপের সময় মন ভোলায়,প্রাণ জুড়োয় ।

চলতি বাসর
আবীর  চট্টোপাধ্যায় 
প্রকাশক- গ্রন্থমিত্র
৭২/২বি,পটুয়াটোলা লেন,
কলকাতা- ৭০০০০৯

দাম- ১৫০টাকা

Comments :0

Login to leave a comment