পুজোর আগে ১২০০ মেট্রিক টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের বাণিজ্য মন্ত্রক। মঙ্গলবার গভীর রাতে বনগাঁর পেট্রাপোল সীমান্ত দিয়ে প্রায় ৩৭ টন ইলিশ ঢুকেছে পশ্চিমবঙ্গে। মঙ্গলবার গভীর রাতে ৮টি ট্রাকে প্রায় ৩৭ টন ইলিশ এসেছে। জানা গেছে আগামী ৫ অক্টোবর পর্যন্ত বাংলাদেশে থেকে ভারতে আসবে পদ্মার ইলিশ। মঙ্গলবার রাতে আসা প্রতিটি মাছের ওজন প্রায় ১ থেকে দেড় কেজি। যদিও এখনই দাম বলা না গেলেও ব্যবসায়ীদের মতে মধ্যবিত্তের নাগালে থাকবে পদ্মার ইলিশ। কিছু ব্যাবসায়ীদের অনুমান ১৬০০ টাকা থেকে মাছের দাম শুরু হতে পারে। বৃহস্পতিবার থেকে রাজ্যের বিভিন্ন বাজারে পাওয়া যাবে পদ্মার ইলিশ।
দুর্গা পুজো উপলক্ষে বাংলাদেশ সরকারের তরফ থেকে ১২০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমতি দিয়েছে ৩৭টি সংস্থাকে। ১৬ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত রপ্তানির বরাত দেওয়া হয়েছে। ভারতে ইলিশ রপ্তানির জন্য ৩৭টি প্রতিষ্ঠানকে অনুমতি দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। এসব প্রতিষ্ঠানের একেকটি ২০ থেকে ৫০ টন পর্যন্ত ইলিশ রপ্তানি করতে পারবে। প্রতি কেজি ইলিশের মূল্য ১২. ৫ মার্কিন ডলার নির্ধারণ করা হয়েছে। শুল্ক দপ্তরের কর্তৃপক্ষ রপ্তানিযোগ্য পণ্যের যথাযথ পরীক্ষা-নিরীক্ষা করবে। বেনাপোল মৎস্য কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রকের নির্দেশ অনুযায়ী আগামী ৫ অক্টোবরের মধ্যে এই রপ্তানির কাজ শেষ করতে হবে। প্রতিকেজি ইলিশের রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার।
বন্দর সূত্র খবর, প্রথম দিনে আসা ইলিশ আমদানি করেছে কলকাতার পাঁচটি প্রতিষ্ঠান। সেখানকার আমদানিকারক প্রতিষ্ঠানগুলো হলো- ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল।
বাংলাদেশের ইলিশ পৌঁছাতেই খুশি রাজ্যের সাধারণ মানুষ ও আমদানিকারকরা।
Hilsa
বাংলাদেশ থেকে রাজ্যে এলো ইলিশ

×
Comments :0