Bangla Bachao Yatra Palash Das

তৃণমূল-বিজেপি’র বুকে কাঁপন ধরিয়েছে বাংলা বাঁচাও যাত্রা: কামারহাটিতে পলাশ দাস

রাজ্য জেলা বাংলা বাঁচাও যাত্রা

কামারহাটির জনসভায় পলাশ দাস।

কামারহাটির সমাবেশে সভাপতি সিপিআই(এম) নেতা মানস মুখার্জি বলেন, কেন্দ্রীয় সরকার স্বাধীনতা আন্দোলনের ভাবনাকে শেষ করছে। ধর্মের নামে ভাষার নামে মানুষকে ভাগ করছে এই দক্ষিণপন্থী শক্তি। এই শক্তিকে পরাস্ত করতে হলে কমিউনিস্ট আন্দোলনকে শক্তিশালী করতে হবে। আর সেই কাজ করতে গেলে বাংলার কমিউনিস্ট আন্দোলনকে আরো শক্তিশালী করতে হবে। বেলঘরিয়া ব্রিজ, সাগর দত্ত হাসপাতাল বামফ্রন্টের সময়। এরা সেই সব শেষ করে দিচ্ছে।

সিপিআই(এম) উত্তর ২৪ পরগনা জেলা সম্পাদক পলাশ দাস বলেন, এসআইআর কাজের মধ্যে চলেছে এই যাত্রা। জেলা জুড়ে কর্মীরা যেই পরিশ্রম করেছেন তার ফলাফল আজকের সমাবেশ। তুফানগঞ্জে ২৯ নভেম্বর শুরু হয় বাংলা বাঁচাও যাত্রা। আমাদের জেলায় বুথে বুথে। দীর্ঘ পথ জুড়ে মিছিল হয়েছে। তিনটি স্তরে বাংলা বাঁচাও যাত্রা হয়েছে এই জেলায়। 
যেই আমডাঙ্গায় সব থেকে বেশি আক্রমণ হয়েছে। সেখানে নির্ধারিত সময়ের পরে গিয়ে দেখা গিয়ে মানুষের উন্মাদনা। 
বিজেপি এস আই আর করে আসলে যাদের নাম বাদ দিয়েছে সেই মতুয়াদের সমাবেশ তৃণমূল বিজেপির কাঁপন ধরিয়েছে। 
মানুষকে রুটি রুজির লড়াই থেকে সরাতে চাইছে একটা অংশ। ধর্মের নামে ভাগ করছে। চোরদের সরকার হবে, আর তাকে আড়াল করবে বিজেপি।

Comments :0

Login to leave a comment