সীমান্তে ৪৮ ঘন্টার সংঘর্ষ বিরতিতে সহমত হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। গত সপ্তাহ থেকে আফগান-পাক সীমান্তে গোলাগুলি চলতে থাকায় দু’তরফেই প্রাণ হারিয়েছেন নাগরিকরা।
বুধবার পাকিস্তান এবং আফগানিস্তান, দু দেশেরই দাবি, অন্য পক্ষের অনুরোধে সংঘর্ষ বিরতি করা হয়েছে।
এদিন আফগানিস্তানের কাবুল এবং কন্দহরে বিমানহানা চালায়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে এর কিছু পর সংঘর্ষ বিরতির চুক্তি হয়েছে।
পাকিস্তান জানিয়েছে তাদের অন্তত ৩০ নিরস্ত্র নাগরিক নিহত হয়েছে আপগানিস্তানের দিক থেকে হামলায়। উলটোদিকে আপগানিস্তান বলেছে যে ১৫ জন নিহত এবং বহু আহত হয়েছে পাকিস্তানের দিক থেকে করা আক্রমণে।
এদিন আফগানিস্তানের তালিবান সরকারের মুখপাত্র জবিুল্লা মুজাহিদ ‘ফের হামলার’ জন্য দায়ী করেছেন পাকিস্তানকে। আবার পাকিস্তান বলেছে যে ‘বিনা প্ররোচনায় হামলার কড়া জবাব দেওয়া হয়েছে’। পাকিস্তান টিভি’র প্রতিবেদনে দাবি করা হয়েছে যে আপগান তালিবানদের একটি বাহিনীর গুরুত্বপূর্ণ এক নেতা নিহত হয়েছে তাদের জবাবী হামলায়।
আফগানিস্তানের দাবি তাদের আক্রমণে পাকিস্তানের ৫৮ সেনা নিহত। পাকিস্তান যদিও বলেছে এই সংখ্যা ২৩। বরং আফগানিস্তানে ২০০ তালিবান নিহত হয়েছে।
গত রবিবার থেকে দু’দেশের সীমান্ত পারাপারের সব পথ বন্ধ হয়ে রয়েছে।
Af-Pak Ceasefire
আফ-পাক সীমান্তে ৪৮ ঘন্টার সংঘর্ষ বিরতি

×
Comments :0