প্রতি বছরের মতোই এবছরও ইস্টবেঙ্গল ক্লাবে পালিত হল ' স্পোর্টস ডে '। প্রতি বছর ১৩ আগষ্ট তারিখে এই দিনটি পালিত হয় ক্লাবে। এই দিনটিতেই জন্মেছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রবাদপ্রতীম সচিব দীপক ( পল্টু) দাস। এই বছর তার ৮৬তম জন্মদিন উপলক্ষ্যেই এই দিনটি পালিত হল। প্রথমে সকালের দিকে ভাস্কর গাঙ্গুলি, মনোরঞ্জন ভট্টাচার্য, অভিজিৎ মন্ডল, সৌমিক দে, আলভিটো ডি কুন্থার মতো প্রাক্তন প্লেয়ার, ক্লাবের সভাপতি মুরারি লাল লোহিয়া এবং সচিব রূপক সাহা পল্টু দাসের ছবিতে মাল্যদান করেন। পরবর্তীতে উত্তোলিত হয় ক্লাবের পতাকা। ক্লাব তাঁবুতে বিশিষ্ট চিকিৎসকদের দ্বারা পরিচালিত স্বাস্থ্য পরিষেবা ও রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। বিকেলের দিকে ইস্টবেঙ্গল ক্লাবের লাইফ সেভিং অ্যাম্বুলেন্সের উদ্বোধন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরুপ বিশ্বাস, ক্লাবের শীর্ষকর্তা দেবব্রত সরকার , সভাপতি মুরারি লাল লোহিয়া । অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন সচিব কল্যাণ মজুমদার। দেবব্রত সরকার জানান যে , এই অ্যাম্বুলেন্সটি প্রয়োজনে সকলেই ব্যবহার করতে পারেন একেবারে বিনামূল্যে। ময়দানি ক্রীড়াক্ষেত্রেখেলোয়াড়দের স্বাস্থ্য সচেতনতার কথা মাথায় রেখেই ইস্টবেঙ্গল ক্লাবের এই অত্যাধুনিক পদ্ধতির অ্যাম্বুলেন্সের উদ্যোগ সত্যিই এক নতুন দিশা দেখাবে কলকাতা ফুটবলকে।
Eastbengal Club
৮৬ তম ' স্পোর্টস ডে ' পালন ইস্টবেঙ্গল ক্লাবে

×
Comments :0