AIADMK worker murder

তামিলনাড়ুতে AIADM’র কর্মী খুন

জাতীয়

তামিলনাড়ুতে AIADMK-এর এক কর্মীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পুদুচেরি সীমান্তের কাছে। নিহতের নাম পদ্মনাভন, তিরুপাপুলিউরের বাসিন্দা, একটি দোকান চালাতেন তিনি। জানা গেছে বাগুর গ্রামের দিকে যাওয়ার সময় অজ্ঞাত একদল লোক তাকে ঘিরে ধরে। কিছুক্ষণ পর তাকে হত্যা করা হয়।

প্রাথমিকভাবে দাবি করা হয়েছে যে দলটি তাদের চার চাকার গাড়ি দিয়ে পদ্মনাভনের টু-হুইলারে ধাক্কা দেয় এবং তারপর তাকে হত্যা করে। তদন্ত চলছে। জানা গেছে পদ্মনাভনের বিরুদ্ধে খুনের মামলা ছিল।

তার দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, পুলিশ অভিযুক্তদের খোঁজে তল্লাশি চালাচ্ছে।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন