শুক্রবার এসিএল ২ - র গ্রুপবিন্যাস শেষে গ্রুপ ' সি ' তে পড়ল মোহনবাগান। তাদের গ্রুপে রয়েছে ইরানের দল সেফানান এফসি । জর্ডনের দল আল হুসেইন এবং তুর্কমেনিস্তানের দল আহল এফসি। বেশ কঠিন গ্রুপেই পড়েছে সবুজ মেরুন। তবে এবারের তাদের লক্ষ্য এ এফসিতে ভালো ফল করার। সেইমত বেশ কয়েকদিন আগেই প্রস্তুতি শুরু করেছে তারা। আইএসএল কবে থেকে শুরু হবে সেই বিষয়ে এক্ষুণি কোনো ধারণা পাওয়া যায়নি। তবে সুপার কাপের সঙ্গে সঙ্গে এএফসিতেও দাগ কাটতে চাইছে মোহনবাগান।
এফসি গোয়ার সঙ্গে একই গ্রুপে পড়েছে রোনাল্ডোর দল আল নাসার। এছাড়াও তাদের গ্রুপে রয়েছে ইরাকের দল আল জাওরা এফসি এবং এফসি ইস্টিকল।
Comments :0