শুটিংয়ে ব্রোঞ্জ পদক জয় সুরুচি সৌরভ জুটিরবুধবার এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপের প্রতিযোগিতায় ব্রোঞ্জ পদক জিতলেন সুরুচি সিং ও সৌরভ চৌধুরীর জুটি। কাজাখিস্তানের কেন্টে এই প্রতিযোগিতার মিক্সড ইভেন্টে এই পদক জিতল ভারত। যোগ্যতা অৰ্জন পর্বে এই প্রতিযোগিতায় ৫৭৮পয়েন্ট নিয়ে পঞ্চম স্থান পেয়েছিল এই জুটি। একটুর জন্য স্বর্ণ পদক হাতছাড়া হয়ে গেলেও চাইনিজ তাইপেয়ের জুটি হেং ইউ এবং হসনাং চেনের বিরুদ্ধে ১৭-৯ ব্যবধানে হারিয়ে জিতলেন ব্রোঞ্জ পদক। ভারতের সঙ্গে সঙ্গে ইরানের রোস্তামিয়ান এবং ভাহিদ জুটিও জিতেছেন ব্রোঞ্জ পদক। এই প্রতিযোগিতার ব্যক্তিগত ইভেন্টে এই প্রতিযোগিতার যুব ১০মিটার এয়ার পিস্তলে সোনা জিতলেন ভারতের গিরিশ কুমার। ১৭বছরের এই শ্যুটার ফাইনালে হারালেন দেশজ ১৪বছরের দেব প্রতাপকে। এছাড়াও এই প্রতিযোগিতায় ভারতের পদকের ভাঁড়ার পূর্ণ করেন কপিল বানশালা। পুরুষদের জুনিয়র এয়ার পিস্তল ইভেট সোনা জিতলেন কপিল। বুধবার এই প্রতিযোগিতায় এবার দেশের নাম উজ্জ্বল করার দায়িত্ব থাকবে মহিলাদের উপর। তাদের ইভেন্ট হবে বুধবার।
ASIAN SHOOTING CHAMPIONSHIP 2025
শুটিংয়ে ব্রোঞ্জ পদক জয় সুরুচি সৌরভ জুটির

×
Comments :0