BENGALURU FC

ওড়িশার পথে এবার বেঙ্গালুরু এফসিও

খেলা

মঙ্গলবার আরো একটি খারাপ খবর ভারতীয় ফুটবলের জন্য। কিছুদিন আগেই আইএসএলের দল ওড়িশা এফসি তাদের কোচ ও ফুটবলারদের বেতন স্থগিত করেছিল। এফএসডিএলের ( ফুটবল স্পোর্টস ডেভলপমেন্ট লিমিটেড ) সঙ্গে এআইএফএফের ( অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন ) এমআরএ ( মাস্টার রাইটস এগ্রিমন্ট )চুক্তি হয়েছিল। তার মেয়াদ শেষ হতে চলেছে চলত বছরের ডিসেম্বরে। এই ব্যাপারটি এখন রয়েছে কোর্টের অধীনে। কোর্টের রায় বেরোনোর পর এই দুই পক্ষের মদ্দে নতুন চুক্তি স্বাক্ষর এবং স্পন্সরজনিত চুক্তি মেটার পর আইএসএল শুরু করতে করতে প্রায় ডিসেম্বর গড়িয়ে যেতে পারে। ফলে এই অনিশ্চয়তার কারণেই ওড়িশা এফসির মত বেঙ্গালুরু এফসিও এবার তাদের ফুটবলার ও কোচেদের বেতন স্থগিত রাখার সিদ্ধান্ত নিল।

বেঙ্গালুরু এফসি জানিয়েছে ' আইএসএলের পরবর্তী মরশুম ঘিরে তৈরি হওয়া অনিশ্চয়তার কারণেই  আমরা এই  কঠোর এক সিদ্ধান্ত গ্রহণে বাধ্য হয়েছি ৷ প্রথম দলের সঙ্গে যুক্ত সকল ফুটবলার এবং সাপোর্ট স্টাফদের বেতন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এমনিতেই ভারতে একটি ফুটবল ক্লাব চালানো এবং তা টিকিয়ে রাখা পর্বতারোহনের মতই কঠিন ৷ তবু সব বাধা দূরে সরিয়ে বছরের পর বছর ক্লাবকে এগিয়ে নিয়ে চলেছি আমরা ৷ কিন্তু আইএসএলের ভবিষ্যত নিয়ে প্রশ্নচিহ্ন কঠিন এই পদক্ষেপ নিতে আমরা বাধ্য হয়েছি  '। অর্থাৎ আইএসএলের অনিশ্চিত ভবিষ্যতের দরুণই একের পর এক দল কোনো ঝুঁকির সম্মুখীন না হতে চাওয়ায় এইধরণের সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছে। দেশের শীর্ষস্থানীয় ফুটবল প্রতিযোগিতার অনিশ্চয়তায় আঁধারেই ভারতীয় ফুটবলের ভবিষ্যৎ। 

Comments :0

Login to leave a comment