Bihar election

বিহারে দু’দফায় ভোট, গণনা ১৪ নভেম্বর

জাতীয়

বিহারে ৬ ও ১১ নভেম্বর ভোটের দিন ঘোষণা করল নির্বাচন কমিশন। ফল গণনা হবে ১৪ নভেম্বর। 
সোমবার দিল্লিতে সাংবাদিক সম্মেলনে এই সূচি জানিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। তিনি বলেছেন এবারই প্রথম কমিশন রাজ্যের ২৪৩টি বিধানসভা কেন্দ্রের প্রতিটিতে বিশেষ সাধারণ পর্যবেক্ষক নিয়োগ করবে।
নির্বাচন কমিশনের ভূমিকায় বারবারই কড়া প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিহারে এসআইআর প্রক্রিয়ার প্রথম পর্বে ৬৫ লক্ষের নাম বাদ দেওয়া হয়। সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতে হয়। অনুপ্রবেশের অভিযোগে বিজেপি সরব হলেও কমিশনের তালিকায় অনুপ্রবেশকারী হিসেবে বাদ জাোয়ার জন্য কাউকে চিহ্নিত করা হয়নি। চূড়ান্ত তালিকায় গতবারের চেয়ে ৪৭ লক্ষের নাম বাদ পড়েছে। 
নির্বাচনের প্রস্তুতিতে এসআইআর ঘিরে অস্বচ্ছতা প্রশ্নের মুখে ফেলেছে কমিশনের নিরপেক্ষতাকেই। সেই আবহেই ভোট হতে চলেছে বিহারে।
কুমার বলেছেন, স্বচ্ছ এবং মসৃণ ভোট প্রক্রিয়া নিশ্চিত করতে চাইছে কমিশন। রাজ্যের ৩৯ জেলার প্রতিটিতে একজন করে বিশেষ পুলিশ পর্যবেক্ষকও নিয়োগ করবে কমিশন। 
উল্লেখ্য, ২০২০-তে বিহারে তিন দফায় ভোট হয়েছিল। এবার হচ্ছে দু‘দফায়। বিহারে ভোটদাতার সংখ্যা ৭.৪২ কোটি। ১৪ লক্ষ প্রথমবারের ভোটদাতা। ৪ লক্ষ প্রবীণ নাগরিক।

Comments :0

Login to leave a comment