Blast on Patuli, one injured

পাটুলিতে বিস্ফোরণ, আহত এক

রাজ্য কলকাতা

দীপাবলির পর দিন সকালে পাটুলি থানা এলাকায় বিস্ফোরণে আহত এক তরুন। থানা থেকে ঢিল ছোঁড়া দুরেই একটি মাঠে পরে ছিল বোমাটি। ওই তরুন এবং তার সঙ্গী বল ভেবে খেলতে গেলে বোমাটি ফেটে যায়। 
এই ঘটনায় একজন গুরুত্বর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। এলাকাবাসীদের দাবি পাটুলি এলাকায় দীর্ঘদিন ধরে অসামাজিক কাজ কর্ম চলছে। থানায় জানানো হলেও কোন পদক্ষেপ নেয়নি পুলিশ।

মন্তব্যসমূহ :0

মন্তব্য করতে লগ ইন করুন