CPI(M)

উত্তরবঙ্গে বন্যা দুর্গতদের জন্য বেলগাছিয়ায় অর্থসংগ্রহ

রাজ্য কলকাতা

অবৈধ, অবৈজ্ঞানিক ভাবে যেখানে সেখানে রিসর্ট তৈরি করা, অবৈধ পাথর খাদান, বালি খাদান, নদীর গতিপথ বদলে প্রকৃতির ভারসাম্য নষ্ট করার কারণেই প্রাকৃতিক বিপর্যয় এক ভয়াবহ পরিস্থিতি তৈরী করছে। রবিবার উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে চুড়ান্ত ক্ষতিগ্রস্ত মানুষের জন্য বেলগাছিয়া এলাকায় ত্রাণ সংগ্রহে অংশ নিয়ে একথা বলেছেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু। 
বসু বলেন, প্রাকৃতিক পরিবেশকে সুস্থিত বাস্তুতান্ত্রিক অবস্থার বিপরীতে নিয়ে গেলে আগামীতে প্রাকৃতিক দূর্যোগ আরও ভয়াবহ অবস্থার সৃষ্টি করবে। এবিষয়ে প্রশাসনকে কড়া পদক্ষেপ নিতে হবে। উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে মারাত্মক ক্ষতি হয়েছে। কয়েক হাজার ঘরবাড়ি নিশ্চিহ্ন হয়েগেছে। বহু মানুষের মৃত্যু হয়েছে। হাজার হাজার সর্বস্ব হারিয়ে হাহাকার করছেন। এই পরিস্থিতিতে অসহায় মানুষদের সহায়তা করতে রাজ্যের জেলাগুলোর পাশাপাশি কলকাতা জুড়ে অর্থ ও ত্রান সামগ্রী সংগ্রহে নেমেছেন সিপিআই(এম) কর্মী সমর্থকরা। এদিন কাশিপুর - বেলগাছিয়া এলাকার বীরপাড়া অরবিন্দ কলোনি অঞ্চলে সিপিআই(এম) কর্মীদের সঙ্গে ত্রাণ সংগ্রহে অংশ নেন বিমান বসু। 

বিমান বসু ছাড়াও ছিলেন প্রতীপ দাশগুপ্ত, সৈকত ঘোষ, নমিতা দাস সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ। বামফ্রন্ট সভাপতি লাল রঙের বালতি নিয়ে স্থানীয় দোকানদার, বাজারের ক্রেতা বিক্রেতা, পথ চলতি মানুষ থেকে বাড়ি বাড়ি গিয়ে উত্তরবঙ্গের অসহায় মানুষের জন্য সহায়তা করার আবেদন করেছেন। মানুষ সেই আহ্বানে সাড়া দিয়ে সাধ্যমতো সহায়তা করেন। মানুষের স্বতঃস্ফূর্ত সহায়তা দেখে সন্তোষ প্রকাশ করে বসু বলেন, মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টাই এরাজ্য, মহানগরের ঐতিহ্য। বিভাজন, ভাগাভাগির রাজনীতির এই দূর্বিষহ আবহে মানুষ মানুষের পাশে দাঁড়ানোর এই প্রচেষ্টা ঐক্য ও মেলবন্ধনের ও বার্তা দেয়। বসু এদিন এই প্রাকৃতিক বিপর্যয় ও তার জেরে এই ভয়বহ পরিস্থিতির জন্য তৃণমূলের তোলাবাজি, লুট, বেআইনি নির্মাণ থেকে পরিবেশ ধ্বংসকারী অপচেষ্টার বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন যাদের পরিবেশ ও মানুষের জন্য কোনো দায়বদ্ধতা নেই, তারাই কার্যত নরপুশুর মতো কাজগুলো করে এবং তার মাশুল দিতে হয় আমজনতাকে। এর বিরুদ্ধে ক্যাপিটাল পানিসমেন্ট হওয়া উচিত বলেও মন্তব্য করেন বামফ্রন্ট সভাপতি।  এদিন সকাল থেকেই কলকাতার একাধিক এলাকায় ত্রাণ সংগ্রহে নামেন সিপিআই( এম) কর্মীরা। যাদবপুর সুপার মার্কেট, বাঘাযতীন, কসবা, বেহালার পোলার ফান বাজার, বেহালা, বেলেঘাটা, বালিগঞ্জ সহ বিভিন্ন এলাকায় ত্রাণ সংগ্রহের কাজ চলে।

বেলগাছিয়া এলাকার বীরপাড়া অরবিন্দ কলোনী এলাকায় ত্রাণ সংগ্রহ করছেন বামফ্রন্ট সভাপতি বিমান বসু।

Comments :0

Login to leave a comment