Cheteshwar Pujara Retirement

অবসর ঘোষণা পূজারার

খেলা

রবিবার ২৪ আগষ্ট সব ধরনের ফরম্যাটের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন চেতশ্বর পূজারা। ভারতীয় টেস্ট দলের অন্যতম সেরা নির্ভরযোগ্য ক্রিকেটার ছিলেন এই পূজারা। ভারতের জার্সিতে মোট ১০৩টি টেস্ট ম্যাচে করেছেন ৭১৯৫ রান। গড়ে প্রায় ৪৩.৬০। যার মধ্যে রয়েছে মোট ১৯টি শতরান। ভারতের জার্সিতে টেস্টে সর্বাধিক রানের তালিকায় তিনি রয়েছেন আপাতত অষ্টম স্থানে। রাজকোটে জন্ম এই ৩৭ বছরের ক্রিকেটার নিজের ক্যারিয়ার শুরু করেছিলেন সৌরাস্ট্রের হয়ে রঞ্জি ট্রফির মাধ্যমে। রঞ্জিতে ২১৩০১ রান করেছেন পূজারা। ২০০৫ সালে অনূর্ধ্ব ১৯ ভারতীয় টেস্ট দলের হয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে তার আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক ঘটেছিল। তার সেরা ফরম্যাট টেস্ট ছাড়াও টিটোয়েন্টিতেও তিনি খেলেছেন দাপটের সঙ্গেই। কলকাতা নাইট রাইডার্স, রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলেছেন । টেস্টে ২০১২  - র ১৫ নভেম্বরে মতেরা স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে মুখোমুখি হয়েছিলেন পূজারা। সেই ম্যাচে ২০১ রানে অপরাজিত ছিলেন তিনি। সেটিই ছিল তার সেরা ইনিংস । টেস্টে মোট ৫২৫ টি বলের সম্মুখীন হয়ে কোনো ভারতীয় হিসেবে সর্বাধিক বল ফেস করার রেকর্ডও রয়েছে তার ঝুলিতে। দ্বিতীয় দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে করেছিলেন ১০০০ রান।  ২০২৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে শেষ ম্যাচ খেলেছিলেন তিনি। তবে তারপর আর জাতীয় দলে জায়গা হয়নি তার। তার অসাধারণ রক্ষণের টেকনিকের কারণেই রাহুল দ্রাবিড়ের পরবর্তী যুগে তাকেই ডাকা হত ' দ্যা ওয়াল ' নামে। এই বছরের টেস্ট চ্যাম্পিয়নশিপে তার খেলার ইচ্ছা থাকলেও তাকে জায়গা দেওয়া হয়নি। সেই কারণেই তার অবসরের সিদ্ধান্ত কিনা তা জানা যায়নি। তবে তার অবসরে টেস্ট দলের এক নির্ভরযোগ্য ক্রিকেটারকে হারাল ভারতীয় ক্রিকেট দল।

Comments :0

Login to leave a comment