SIR West Bengal

সোমবার দিল্লিতে সাংবাদিক বৈঠক ডাকল কমিশন, এসআইআর ঘোষণার অনুমান

জাতীয় রাজ্য

সোমবারই কী পশ্চিমবঙ্গের মতো একাধিক রাজ্যের এসআইআর ঘোষণা করবে কমিশন? জাতীয় নির্বাচন কমিশনের ডাকা সাংবাদিক বৈঠক ঘিরে এমনই অনুমান করছে রাজনৈতিক মহল।
সোমবার বিকেল সোয়া চারটেয় সাংবাদিক বৈঠক ডেকেছে কমিশন। নভেম্বরেই রাজ্যে বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর ঘোষণা করার সম্ভাবনা আগে থেকেই ছিল। সোমবার এই প্রক্রিয়ার সূচি ঘোষণা করা হবে কিনা তা নিয়ে রয়েছে আগ্রহ।
এর আগে, গত সপ্তাহে, দিল্লিতে কমিশনের দু’দিনের বৈঠকে বিভিন্ন রাজ্যের সিইও দপ্তর থেকে আধিকারিকরা যোগ দিয়েছিলেন। 
কমিশন কোনও বিবৃতি না দিলেও বিভিন্ন সূত্র থেকে বলা হয় পশ্চিমবঙ্গ, কেরালা, আসাম, তামিলনাডু এবং কেন্দ্রশাসিত অঞ্চল পুদুচেরির ভোট সামনের বছর হওয়ার কথা একসঙ্গে। এই রাজ্যগুলিতে এসআইআর’র প্রস্তুতি নিয়ে আলোচনা করেছে কমিশন। 
কোনও কোনও অংশের অনুমান, এই পাঁচ রাজ্য ছাড়াও অন্য রাজ্যের ক্ষেত্রে এসআইআর ঘোষণা করতে পারে কমিশন। উল্লেখ্য, সারা দেশে এসআইআর চালুর আগ্রহ জানালেও একসঙ্গে তা করে ওঠা সমস্যার বলে মনে করছেন আধিকারিকদের একটি অংশ।
নভেম্বরে এসআইআর চালু হলে তিনটি ধাপে তা করার সম্ভাবনা রয়েছে। বিজ্ঞপ্তি জারির পর বিএলও-দের বাড়ি বাড়ি ঘুরে ফর্ম ভরিয়ে তা জমা নেওয়ার কথা। তার ভিত্তিতে বের হবে খসড়া তালিকা। সেই তালিকায় সংশোধন পরিমার্জনের পর তৃতীয় ধাপে বের হবে চূড়ান্ত তালিকা।
সিপিআই(এম)’র দাবি, ভোটার তালিকায় সংশোধন জরুরি এ রাজ্যে। প্রচুর নাম রয়েছে মৃত এবং স্থানান্তরিত ভোটারদের। তার তালিকাও তৈরি করেছে পার্টি। সেই নাম অতীতে জমা দিলেও বাদ দেয়নি কমিশন। কিন্তু ভোটার তালিকা সংশোধনের নামে নাগরিকত্ন নিয়ে টানাটানি নির্বাচন কমিশন করতে পারে না। কোনও প্রকৃত ভোটারের নাম বাদ দেওয়া যাবে না তালিকা থেকে।

Comments :0

Login to leave a comment