Relief DYFI

ত্রাণ নিয়ে উত্তরবঙ্গে রওনা হচ্ছে ডিওয়াইএফআই

রাজ্য কলকাতা

মঙ্গলবার দুপুরে দীনেশ মজুমদার ভবনে ত্রাণ সামগ্রী নিয়ে ধ্রুবজ্যোতি সাহা সহ ডিওয়াইএফআই নেতৃবৃন্দ।

ত্রাণ সামগ্রী নিয়ে কলকাতা থেকে উত্তরবঙ্গে রওনা হচ্ছেন ডিওয়াইএফআই নেতা-কর্মীরা। সংগঠনের রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবনে চলছে প্রস্তুতি।
মঙ্গলবার দীনেশ মজুমদার ভবন থেকে ত্রাণ সামগ্রী নিয়ে প্রতিনিধিদল রওনা হচ্ছে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহার নেতৃত্বে। 
এর আগে এসএফআই রাজ্য কমিটির পক্ষ থেকে প্রতিনিধিদল রওনা হয়েছে ত্রাণ সামগ্রী নিয়ে। রয়েছেন সংগঠনের রাজ্য সম্পাদক দেবাঞ্জন দে সহ নেতৃবৃন্দ।
উত্তরবঙ্গে প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিঙে, কোচবিহারে রবিবার থেকেই ত্রাণের কাজে যুক্ত রয়েছেন স্থানীয় ছাত্র-যুব কর্মীরা। 
দেবাঞ্জন জানিয়েছেন ত্রাণ সামগ্রী নিয়ে তাঁরা পৌঁছাচ্ছেন খড়িবাড়ি-মৈচি, ধূপগুড়ি, মাথাভাঙা, জলদাপাড়ার মতো সবচেয়ে বিধ্বস্ত এলাকায়।

Comments :0

Login to leave a comment