দুর্গাপুজোর মণ্ডপের কারণে যাতে মশা বাহিত রোগ না ছড়ায় তার জন্য নতুন নির্দেশিকা জারি করল কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগ। বাঁশের কাজ বা অন্যান্য সামগ্রীতে বৃষ্টির জল জমে মশার লার্ভা জন্মানোর আশঙ্কা আছে। সেই দিকে নজর দিতে বলা হয়েছে পুজো কমিটিগুলিকে।
দুর্গাপুজোর জন্য যে প্যান্ডেলের কাঠামো তৈরি কাজ শুরু হয়েছে বিভিন্ন এলাকায়। চলছে বৃষ্টি। ফলে জমা জলে ডেঙ্গুর বাহক মশা ঈডিস ঈজিপ্টাই কিংবা ঈডিস অ্যালবোপিকটাস জন্মাতে পারে। নির্দেশিকায় বলা হয়েছে বাঁশের গোড়া মাটি দিয়ে বুজিয়ে ফেলতে হবে অথবা কাপড় দিয়ে বেঁধে দিতে হবে। এছাড়াও নির্মীয়মাণ প্যান্ডেলের ভেতরে কিংবা বাইরে কোথাও গর্ত বা অন্য কোনও জায়গায় বৃষ্টির জল জমে থাকলে, তা সরিয়ে ফেলতে হবে।
কলকাতা পৌরসভার ডেপুটি মেয়র এবং স্বাস্থ্যের দায়িত্বপ্রাপ্ত মেয়র পরিষদ সদস্য অতীন ঘোষ বলেন, "কলকাতা শহরে প্রায় আড়াই হাজার পুজো হয়। তার মধ্যে প্রায় ৯০ শতাংশ রাস্তার উপর। এই প্যান্ডেলের বাঁশের মাথায় বা ত্রিপলের মাথায় বৃষ্টির জল জমে থাকে। যা এই সময়ে বিপজ্জনক। সেখানে ডেঙ্গুর মশার লার্ভা জন্মায়। তাই আমরা বলেছি বাঁশের মাথা কেটে দিতে হবে নাহলে প্লাস্টিক বা কাপড় দিয়ে বেঁধে দিতে হবে।’’
তিনি আরও বলেন, ‘‘কলকাতা পৌরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিকরা প্রতিটা প্যান্ডেল পরির্দশন করবেন। আমি নিজেও যাবো। প্রতিটি ওয়ার্ডের কাউন্সিলরকেও চিঠি পাঠানো হয়েছে। প্রতি ওয়ার্ডের ভেক্টর কন্ট্রোল ইনচার্জকে চিঠি পাঠানো হয়েছে।
KMC
ডেঙ্গুর মশা, পুজোর প্যান্ডেলে নির্দেশিকা কলকাতা পৌরসভার

×
Comments :0