Tamanna dyfi

'তামান্নার জন্য আঁকি' কর্মসূচিতে ব্যাপক সাড়া রাজ্যের সর্বত্র

রাজ্য জেলা

তামান্নার জন্মদিন উপলক্ষে রাজ্যে সর্বত্র বসে আঁকো প্রতিযোগিতা করলো এসএফআই, ডিওয়াইএফআই, মহিলা সমিতি ও এবিপিটিএ। 'তামান্নার জন্য আঁকি' এই কর্মসূচি গোটা রাজ্যে ব্যাপক সারা ফেলেছে। উত্তরের জেলা থেকে শুরু করে দক্ষিণ ২৪ পরগনার প্রান্তও এই কর্মসূচি পালন করা হয় এদিন। ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক ধ্রুবজ্যোতি সাহা বলেন, "পাহাড় থেকে সাগর সর্বত্র এই কর্মসূচি চলছে। তামান্নাকে খুন করেছে তৃণমূল। পুলিশ এখনও সব দোষীদের গ্রেপ্তার করতে পারেনি। উল্টে প্রতিবাদীদের রাতের অন্ধকারে গ্রেপ্তার করছে। এক তামান্নাকে ওরা খুন করেছে কিন্তু লাখ লাখ তামান্না তার জন্য ছবি আঁকছে।"

কালীগঞ্জ উপনির্বাচনের ফল ঘোষণার দিন বোমার আঘাতে মৃত হয় ছোট্ট তামান্নার। পরিবার সিপিআই(এম) সমর্থক হওয়ার জন্য তাঁদের বাড়ি লক্ষ্য করে বোমা ছোড়া হয়। তামান্নার খুনের বিচারের জন্য লড়াই করেছে বামপন্থীরা। 

Comments :0

Login to leave a comment